দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







Telegraphic science in VEDA

0

১৮১৬ সালে ফ্রান্সিস রোনাল্ডসেট তাঁর বাগানের মধ্যে দিয়ে আট মাইল দীর্ঘ একটি তারকে ঝুলিয়ে তা দিয়ে বিদ্যুত্‍ পরিবহন করার মাধ্যমে সিগনাল পাঠাতে সক্ষম হন যা ইলেক্ট্রিকাল টেলিগ্রাফির ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ।বিদ্যুত্‍ এর মাধ্যমে একটি তারের দুই প্রান্তে সংকেত পাঠানো হল টেলিগ্রাফির মূল নীতি যদিও বর্তমানে আধু
নিক বিজ্ঞান তারবিহীন টেলিগ্রাফি পদ্ধতিও উদ্ভাবন করেছে।

ঋগবেদের একটি মন্ত্র বলছে

য়ুবং পেদবে পুরুবারমশ্বিনাস্পৃধাং শ্বেতং তরুতারুং দুবস্যথঃ ।
শর্য়ৈরভিদ্যুং পৃতনাসু দুষ্টরং চর্কৃত্যমিন্দ্রমিব চর্ষণীসহম্ ।। (ঋগ্বেদ ১/১১৯/১০)

মন্ত্রটির বিশ্লেষনপূর্বক অনুবাদ-

যুবম-উভয়ে

পেদবে-অত্যন্ত দ্রুত গতি/পরিবহনের হেতু

পুরুবারমশ্বিনাস্পৃধাং (পুরুবারম+অশ্বিনা+স্পৃধাং) এখানে, পুরুবারম-এটি উত্তম ব্যবহারের অনেকরকম উপকারিতা

অশ্বিনা-অশ্বিনা শব্দটি জোড় শক্তি বা বল অর্থে ব্যবহৃত হয়(এখানে Bipolar force অর্থে)

স্পৃধাং-এমন কিছু যা সাধারন মানুষদের জন্য(Civilian) উপকারী হলেও সৈনিক ও রাজকর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী

শ্বেতং-শুদ্ধ ধাতুযুক্ত বা ধাতুকর্তৃক নির্মিত

তরুতারং-তার(Wire) দিয়ে তৈরী এই যন্ত্র

দূবস্যথঃ - এমনভাবে তৈরী করা উচিত

শর্যৈরভিদ্যুং (শর্যৈর+অভিদ্যুম) শর্যৈর- যা চালুও করা যায় ,বন্ধও করা যায়

অভিদ্যুম-বিদ্যুত্‍ যুক্ত

পৃতনসু-যা বিপদজনক(দুঃসহ)

দুষ্টরম-যা উল্লঙ্ঘন করা যায়না(অর্থাত্‍ বিদ্যুত্‍ প্রবাহকালীন সময়ে স্পর্শ শক করবেই)

চর্কৃত্যমিন্দ্রমিব (চর্কৃত্য+ইন্দ্রমিব) চর্কৃত্য-যা লাগাতার পরিবহন করায় ইন্দ্রমিব-যা দ্রুত

চর্ষনীসহম-যা বলশালী

পূর্নাঙ্গ অনুবাদ
শুদ্ধ ধাতু দিয়ে প্রস্তুতকৃত তারযন্ত্র,যা দিয়ে বিদ্যুত্‍প্রবাহের মাধ্যমে(যা জোড়শক্তির অর্থাত্‍ দুই বিপরীত দিকে ধনাত্মক ও ঋণাত্মক আয়ন দিয়ে তৈরী) বলশালী ও দ্রুত পরিবহন সম্ভব,এটি সুবিধামত চালু ও বন্ধ করার উপায় থাকা উচিত যা চালু অবস্থায় স্পর্শ করলে বিপদজনক এবং সঠিকভাবে ব্যবহার করতে পারলে সাধারন জনগনের জন্য বিশেষত সৈনিক ও রাজকর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী।


শুক্রনীতি,যা প্রশাসনব্যবস্থার উপর রচিত প্রাচীনতম বৈদিক গ্রন্থ তাতে এমন একধরনের ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে যার মাধ্যমে মূহুর্তের মাধ্যমে সারাবিশ্বের সাথে যোগাযোগ করা যাবে।

বাল্মীকি রামায়নের ১.৫৬.৯ এ মহর্ষি বাল্মীকির শ্রীরামকে আর্দ্র ও শুষ্ক-এই দুই প্রকার বিদ্যুতের জ্ঞান শেখানোর কথা পাওয়া যায়।

পৈনাকাস্ত্রং চ দযিতং শুষ্কার্দ্রে অশনী উভে৷
দণ্ডাস্ত্রমথ পৈশাচং ক্রৌঞ্চমস্ত্রং তথৈব চ৷৷1.56.9৷৷


শুষ্কার্দ্রে wet and dry, উভে two, অশনী thunder bolt






নিরুক্ত সংহিতা ৭.২৩ এ বায়ুতে বিদ্যুত্‍পরিবহনের কথা পাওয়া যায়(আয়নমন্ডল)

ওঁ শান্তি শান্তি শান্তি

Post a Comment

0Comments
Post a Comment (0)