দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







মহর্ষি দয়ানন্দ সরস্বতীর গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ পিডিএফ

সত্যান্বেষী
0

১। সত্যার্থ প্রকাশ 

➡️ টীকাযুক্ত বাংলা সংস্করণ [ ১০৫ MB ] https://drive.google.com/file/d/1pmTM9Xc3OgAJTTouGyz4snYfBDivY-bl/view?usp=drivesdk

➡️ ক্লিয়ারফন্ট টীকাহীন [ ২ এমবি ] - https://drive.google.com/file/d/18LeXnIEsW4vXDdmoiS0JekrkQ_TpMsSI/view?usp=drivesdk


২। ঋগ্বেদাদিভাষ্যভূমিকা [ ৩ এমবি ] - https://drive.google.com/file/d/1L4yr78mm0q9YXwgg0rDtllg9O6696ZvL/view?usp=drivesdk


সংস্কারবিধি [ ৭০০ কিলোবাইট ] - https://drive.google.com/file/d/18So8bRiyp6qel1oldap6NUiY4-1XYj_N/view?usp=drivesdk


৪। আর্যাভিবিনয় [ ৮ এমবি ] - https://drive.google.com/file/d/1V-nwC8X09NLRzPJXthvUYJkoyqS332NK/view?usp=drivesdk


৫। আর্যোদ্দেশ্যরত্নমালা [ ৮০০ কিলোবাইট ] - https://drive.google.com/file/d/1Vg-ZeqLllP6cNy0dd_sxe9tj_HvTagxJ/view?usp=drivesdk


🔛 কীভাবে আর্য হবেন, পড়ুন ❝ আর্যত্বের অভিমুখে ❞ - https://drive.google.com/file/d/1cAJFNSVuz4vpKohOTuc_yWspq5k37xqh/view?usp=drivesdk

Post a Comment

0Comments
Post a Comment (0)