দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







বেদ ও বৈদিক সাহিত্যের PDF লিংক

সত্যান্বেষী
0


 

🍁 বেদ 🍁➡️ কেবল সংস্কৃত মূল মাত্র 
 
➡️ স্বামী জগদীশ্বরানন্দ সরস্বতী কর্তৃক সম্পাদিত 
➡️ মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতীর উত্তরাধিকারী সংস্থা 'পরোপকারিণী সভা' কর্তৃক প্রকাশিত বিশুদ্ধতম মূল সংস্করণ 
➡️ বিতরণে দিল্লিস্থ ভারতের অন্যতম আর্যসাহিত্য প্রকাশ সংস্থা 'বিজয়কুমার গোবিন্দরাম হাসানন্দ '। 



  • 🍁 ঋগ্বেদ 🍁  ↘️ ভাষাঃ হিন্দি ও ইংরেজি ↘️ ভাষ্যকারঃ মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী 

১. ঋগ্বেদ - মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী [ ৭ম মণ্ডলের ৬১ নং সূক্ত পর্যন্ত ]

- সংস্কৃত ভাষ্যসহ হিন্দি অনুবাদ https://drive.google.com/folderview?id=1A72q2MrFnXsAMFlmnXZdjDMYrmDOoON0

- পণ্ডিত শ্রী ধর্মদেব বিদ্যামার্তণ্ড কর্তৃক উক্ত ভাষ্যের টীকাসহিত ইংরেজি অনুবাদ [ ১৬১ এমবি ]


  • 🌼 যজুর্বেদ 🌼 ↘️ ভাষাঃ হিন্দি ও ইংরেজি ↘️ ভাষ্যকারঃ মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী 

২. যজুর্বেদ - মহর্ষি স্বামী শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী [ সম্পূর্ণ ]

- ১১.৬ এমবি সংস্কৃত ভাষ্যসহ হিন্দি অনুবাদ 

- পণ্ডিত দেবীচাঁদ কর্তৃক উক্ত ভাষ্যের টীকাসহ ইংরেজি অনুবাদ [ ১৯.৬ এমবি ]

  • 🌼 বেদ 🌼 ↘️ ভাষাঃ হিন্দি অনুবাদ  ↘️ ভাষ্যকারঃ পণ্ডিত হরিশরণ সিদ্ধান্তালংকার [ আর্যসমাজ ]






  • 🌻বেদ সম্পূর্ণ (হিন্দি) 🌻✍️পণ্ডিত জয়দেব শর্মা (আর্য সমাজ) 

ফোল্ডার বিবরণ : ঋগ্‌বেদ = সাইজ ১৭৫ MB  অথর্ববেদ = সাইজ ৯১ MB  যজুর্বেদ =সাইজ ৫৭ MB 
সামবেদ = ৫০ MB 



  • 🍂 বেদ 🍂 ↘️ভাষাঃ ইংরেজি অনুবাদ ↘️ ভাষ্যকারঃ ড. তুলসীরাম শর্ম্মা [ আর্যসমাজ ]





  • 🌸 বেদ 🌸 ↘️ ভাষাঃ মূল সংস্কৃত ও ইংরেজি অনুবাদ  ↘️ অনুবাদকঃ সত্যপ্রকাশ সরস্বতী , সত্যকাম বিদ্যালংকার ও উদয়বীর বিরাজ

সত্যপ্রকাশজী ও সত্যকামজী সম্পূর্ণ করেননি । বিশেষতঃ ঋগ্বেদের খানিকটা ব্যতীত বড় অংশটাই উদয়বীর বিরাজের করা । তাই অনার্ষ ও বিবিধ ভ্রান্তি বিদ্যমান । একাধিক আর্ষ ও অনার্ষ মিশ্রিত থাকায় আর্যসমাজের পরোপকারিণী সভা ও প্রতিনিধি সভার নির্দেশ অনুযায়ী আমরা এই অনুবাদ অগ্রহণযোগ্য মনে করি । 





  • 🍂 বেদ 🍂 ↘️ ভাষাঃ সংস্কৃত ও বাংলা [ বিতর্কিত ভ্রান্ত অনুবাদ ] ↘️ প্রকাশকঃ হরফ প্রকাশনী 

১. ঋগ্বেদ - রমেশ চন্দ্র দত্ত - ৮০ এমবি https://drive.google.com/file/d/1cUieToHefjblQjdOIh3SUHMnRB_jXXPb/view?usp=drivesdk

২.সামবেদ - পরিতোষ ঠাকুর - ২০.৩ এমবি - https://drive.google.com/file/d/1yL1QkMqI3TwnL_hxWtmiBgISumr4v334/view?usp=drivesdk

৩. যজুর্বেদ - বিজনবিহারী গোস্বামী - ৭০.৭ এমবি - https://drive.google.com/file/d/1hy_oC40Y-lrO5shHS5Dm56e-pXsy7ewB/view?usp=drivesdk

৪. অথর্ববেদ - বিজনবিহারী গোস্বামী - ৫৪.৫ এমবি - https://drive.google.com/file/d/1729sVRcoG-cew4480-57vGTsY72WM5n6/view?usp=drdrivesdk

  • 🙏বেদ - হিন্দি অনুবাদ 🙏 [ সায়ণ ভাষ্য অবলম্বনে বিতর্কিত ভ্রান্ত অনুবাদ ]

ঋগ্বেদ - ড. গঙ্গা সহায় শর্মা [ 11.2 MB ] - https://drive.google.com/file/d/101K0OJwziVsBG5uGzl2zthFo5hjmVHY5/view?usp=drivesdk

সামবেদ - ড. রেখা ব্যাস [ 2.5 MB ] - https://drive.google.com/file/d/1rUAMTX9koIUKWpYMoc0VtTZMRupff_Wh/view?usp=drivesdk
 

যজুর্বেদ - ড. গঙ্গা সহায় শর্মা [ 3.4 MB ] - https://drive.google.com/file/d/1rRLk3U04d2x6kq3DsSGt3crs9RcH09l1/view?usp=drivesdk

অথর্ববেদ - ড. গঙ্গা সহায় শর্মা [ 7.3 MB ] - https://drive.google.com/file/d/1s9fZM2hnuhBhvDbga4GqbmtODFhKycgn/view?usp=drivesdk


  • 🔥 ঋগ্বেদ 🔥  ↘️ বাংলা অনুবাদ ↘️ রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচার [ বিতর্কিত ভ্রান্ত অনুবাদ]





 
 
  • Nine Upanishads [ ৯টি উপনিষদের বৈদিক ভাষ্যের ইংরেজি অনুবাদ ]
- প্রেমনাথ চাড্ডা
- ২৪ এমবি

Post a Comment

0Comments
Post a Comment (0)