মেগাস্থিনিসকে চেনেন না এমন মানুষ খুব ই কম আছেন,বিখ্যাত গ্রীক ইতিহাসবিদ এবং পর্যটক।খ্রিষ্টপূর্ব ৩২৬ সালে আজ থেকে প্রায় ২৩৫০ বছর পূর্বে আলেক্সান্ডার ভারত আক্রমন করলেন,তৎকালীন ভারতের (আজকের পাকিস্তান) পাঞ্জাবের ঝিলুম নদীর তীরে(এই নদীর গ্রীক নাম হিডেসপিস) সংগঠিত হল বিখ্যাত Battle Of Hydespes বা হিডেসপিসের যুদ্ধ, পরাজিত হলেন রাজা পুরু,অবশ্য এর মাত্র ১১ বছরের মধ্যেই খ্রিষ্টপূর্ব ৩১৫ সালে অখণ্ড ভারতবর্ষের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য পুনরায় গ্রীকদের তাড়িয়ে মুক্ত করলেন ভারতকে।সেই মৌর্য সাম্রাজ্যের সময়ে ভারতে এলেন মেগাস্থিনিস,লিখলেন ইন্ডিকা নামের ইতিহাসখ্যাত বই।আপনারা ভাবছেন কেন এত কথা বলছি।তার কারন আছে।আপনারা জেনে থাকবেন গ্রীকরা সবকিছুকেই নিজেদের ভাষায় নামকরণ করতেন,যেমন আগেই বললাম ঝিলুম নদীর নাম ছিল হিডেসপিস,সিন্ধু নদের তীরের হিন্দুস্থানের নাম ছিল ইন্ডিকা।ঠিক তেমনি মেগাস্থিনিস তাঁর বইয়ে লিখে গিয়েছিলেন এমন একজন বিখ্যাত পুজনীয় ব্যাক্তির কথা।
তিনি হলেন হেরাক্লেস(Herakles)।শুধু মেগাস্থিনিস ই নয়,তাঁর পরে অপর তিনজন
বিখ্যাত গ্রীক ইতিহাসবিদও বলে গিয়েছিলেন Herackes এর কথা,তাঁরা হলেন Arrian
of Nicomedia,Diodorus Siculus এবং রোমান ইতিহাসবিদ Strabo।
যুক্তরাষ্ট্রের Rutger's University এর ভারতীয় ধর্মবিষয়ক বিভাগের অধ্যাপক Edwin Bryant বলছেন-
"মেগাস্থিনিস,আরিয়ান,ডায়োডরাস,স্ট্র্যাবো বর্ণনা দিয়েছেন ভারতের এক গোত্র সৌরসেনয় এর যাদের কাছে Herakles পূজিত ছিল,তাদের বিখ্যাত দুইটি নগরী ছিল Methora এবং Kleisbora আর একটি নদী Jobares।এ নিয়ে কোন সন্দেহ ই নেই যে সেই Herakles ছিলেন কৃষ্ণ,Methora হল মথুরা,Kleisbora হল কৃষ্ণপূর তথা বৃন্দাবন,Jobares হল কৃষ্ণের স্মৃতিবিজড়িত যমুনা নদী।"
(Krishna: a sourcebook, Edwin Francis Bryant, Oxford University Press US, 2007)
আরও অবাক করার মত বিষয় হল আজ থেকে প্রায় ২১০০ বছর আগে খ্রিষ্টপূর্ব প্রথম শতকে রোমান ইতিহাসবিদ Quintus Curtius আলেক্সান্ডার আর রাজা পোরুর যুদ্ধের বর্ণনায় লিখেছিলেন যে রাজা পোরুর সৈন্যদের হাতে ছিল Herakles এর ছবি যা নিয়ে তাঁরা যুদ্ধ করতে এসেছিপ।এ থেকে বোঝা যায় সেই সময়েও শ্রীকৃষ্ণ বীর যোদ্ধাদের কাছে কতটা প্রিয় ছিলেন।রাজা পোরুর সৈন্যসংখ্যা অনেক কম হলেও আলেক্সান্ডার তার বীরত্বে এতই মুগ্ধ হয়েছিলেন যে পোরু হেরে গেলেও তার রাজ্য দখল তো করেন ই নি বরং তাকে সিন্ধু নদী অঞ্চলের আরও কিছু রাজ্য চালনার ভার দিয়েছিলেন।রাজা পোরু আর আলেক্সান্ডার দ্যা গ্রেট এর কথোপকথন আজও ছেলেমেয়েরা পাঠ্যবইয়ে মুগ্ধতার উপাখ্যান হিসেবে পড়ে থাকে।
ছবিতে দেখতে পাচ্ছেন একটি Painting, এর নাম A Pastoral Scene,খ্রিষ্টীয় দ্বিতীয় শতকের ছবিটি গ্রীসের এথেন্স হতে ৬০ কি.মি দূরে Corinth নামক জায়গায় প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গিয়েছিল।ছবিতে দেখতেই পাচ্ছেন Herakles কে,বাঁশির সুরে মাতাচ্ছেন এক রাখাল,তার পিছনে তার প্রিয় প্রাণীরা নিশ্চিন্তে চড়ে বেড়াচ্ছে।নিশ্চয় বুঝতে পারছেন কার সাথে একদম মিলে গেছে!
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক
যুক্তরাষ্ট্রের Rutger's University এর ভারতীয় ধর্মবিষয়ক বিভাগের অধ্যাপক Edwin Bryant বলছেন-
"মেগাস্থিনিস,আরিয়ান,ডায়োডরাস,স্ট্র্যাবো বর্ণনা দিয়েছেন ভারতের এক গোত্র সৌরসেনয় এর যাদের কাছে Herakles পূজিত ছিল,তাদের বিখ্যাত দুইটি নগরী ছিল Methora এবং Kleisbora আর একটি নদী Jobares।এ নিয়ে কোন সন্দেহ ই নেই যে সেই Herakles ছিলেন কৃষ্ণ,Methora হল মথুরা,Kleisbora হল কৃষ্ণপূর তথা বৃন্দাবন,Jobares হল কৃষ্ণের স্মৃতিবিজড়িত যমুনা নদী।"
(Krishna: a sourcebook, Edwin Francis Bryant, Oxford University Press US, 2007)
আরও অবাক করার মত বিষয় হল আজ থেকে প্রায় ২১০০ বছর আগে খ্রিষ্টপূর্ব প্রথম শতকে রোমান ইতিহাসবিদ Quintus Curtius আলেক্সান্ডার আর রাজা পোরুর যুদ্ধের বর্ণনায় লিখেছিলেন যে রাজা পোরুর সৈন্যদের হাতে ছিল Herakles এর ছবি যা নিয়ে তাঁরা যুদ্ধ করতে এসেছিপ।এ থেকে বোঝা যায় সেই সময়েও শ্রীকৃষ্ণ বীর যোদ্ধাদের কাছে কতটা প্রিয় ছিলেন।রাজা পোরুর সৈন্যসংখ্যা অনেক কম হলেও আলেক্সান্ডার তার বীরত্বে এতই মুগ্ধ হয়েছিলেন যে পোরু হেরে গেলেও তার রাজ্য দখল তো করেন ই নি বরং তাকে সিন্ধু নদী অঞ্চলের আরও কিছু রাজ্য চালনার ভার দিয়েছিলেন।রাজা পোরু আর আলেক্সান্ডার দ্যা গ্রেট এর কথোপকথন আজও ছেলেমেয়েরা পাঠ্যবইয়ে মুগ্ধতার উপাখ্যান হিসেবে পড়ে থাকে।
ছবিতে দেখতে পাচ্ছেন একটি Painting, এর নাম A Pastoral Scene,খ্রিষ্টীয় দ্বিতীয় শতকের ছবিটি গ্রীসের এথেন্স হতে ৬০ কি.মি দূরে Corinth নামক জায়গায় প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গিয়েছিল।ছবিতে দেখতেই পাচ্ছেন Herakles কে,বাঁশির সুরে মাতাচ্ছেন এক রাখাল,তার পিছনে তার প্রিয় প্রাণীরা নিশ্চিন্তে চড়ে বেড়াচ্ছে।নিশ্চয় বুঝতে পারছেন কার সাথে একদম মিলে গেছে!
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক