Home মহাভারত ও তৎসম্পর্কিত বই ♨ দক্ষিণ - পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে মহাভারতীয় কাহিনিসমূহ ♨ ♨ দক্ষিণ - পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে মহাভারতীয় কাহিনিসমূহ ♨ Author - সত্যান্বেষী September 06, 2022 0 দক্ষিণ - পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে মহাভারতীয় কাহিনিসমূহ বাল্মীকি রামায়ণের মতোই, বৈয়াসকি মহাভারতের গভীর প্রভাব রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাম্বোডিয়া প্রভৃতি ভারতীয় দ্বীপপুঞ্জে ওয়াঙ্গ কুলি (Wayang Kulit) বা ছায়া-পুতুলনৃত্য শিল্পের বিশেষ প্রচলন রয়েছে। খ্রিস্টীয় সপ্তম থেকে চতুর্দশ শতকের মধ্যে এই ভূখণ্ডে ভারতীয় ধারণা ও হিন্দুধর্মের বিভিন্ন তত্ত্বপ্রচার ও প্রসারের জন্য এই শিল্পমাধ্যমে ব্যাপকভাবে মহাকাব্যের বিশেষতঃ মহাভারতের প্রয়োগ হয়েছিল। কম্বোডিয়ার আঙ্কোরভাট (Angkor Wat) মন্দিরগাত্রের স্থাপত্যে মহাভারতের কাহিনির বাস-রিলিফ (Bas Relief) দেখতে পাওয়া যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আলোচনায় আমরা বৃহত্তর ভারতীয় দ্বীপপুঞ্জের উল্লেখ করেছি। এই প্রসঙ্গে ভারতীয় উপমহাদেশের কথাও বলা উচিত। কথাকলি নৃত্যধারার উৎপত্তি হয়েছে দক্ষিণ ভারতের কেরালায়। মহাভারতের কাহিনি এই নৃত্যরীতির মূল উপজীব্য। বর্তমানে সিঙ্গাপুরে “Bhaskar's Arts Academy Kathakali Troupe" সেদেশেও এই নৃত্যের নিয়মিত চর্চা ও পরিবেশন করছেন।বাংলাদেশ অগ্নিবীরসত্য প্রকাশে নির্ভীক সৈনিক Tags ইতিহাসমহাভারতমহাভারত ও তৎসম্পর্কিত বই Facebook Twitter Whatsapp Newer Older