দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







♨ দক্ষিণ - পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে মহাভারতীয় কাহিনিসমূহ ♨

সত্যান্বেষী
0

 


♨ দক্ষিণ - পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে মহাভারতীয় কাহিনিসমূহ ♨

✅ বাল্মীকি রামায়ণের মতোই, বৈয়াসকি মহাভারতের গভীর প্রভাব রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার লোকসংস্কৃতিতে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাম্বোডিয়া প্রভৃতি ভারতীয় দ্বীপপুঞ্জে ওয়াঙ্গ কুলি (Wayang Kulit) বা ছায়া-পুতুলনৃত্য শিল্পের বিশেষ প্রচলন রয়েছে। খ্রিস্টীয় সপ্তম থেকে চতুর্দশ শতকের মধ্যে এই ভূখণ্ডে ভারতীয় ধারণা ও হিন্দুধর্মের বিভিন্ন তত্ত্বপ্রচার ও প্রসারের জন্য এই শিল্পমাধ্যমে ব্যাপকভাবে মহাকাব্যের বিশেষতঃ মহাভারতের প্রয়োগ হয়েছিল।
 
 

 
✅ কম্বোডিয়ার আঙ্কোরভাট (Angkor Wat) মন্দিরগাত্রের স্থাপত্যে মহাভারতের কাহিনির বাস-রিলিফ (Bas Relief) দেখতে পাওয়া যায়।
 

 

 

✅ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আলোচনায় আমরা বৃহত্তর ভারতীয় দ্বীপপুঞ্জের উল্লেখ করেছি। এই প্রসঙ্গে ভারতীয় উপমহাদেশের কথাও বলা উচিত। কথাকলি নৃত্যধারার উৎপত্তি হয়েছে দক্ষিণ ভারতের কেরালায়। মহাভারতের কাহিনি এই নৃত্যরীতির মূল উপজীব্য। বর্তমানে সিঙ্গাপুরে “Bhaskar's Arts Academy Kathakali Troupe" সেদেশেও এই নৃত্যের নিয়মিত চর্চা ও পরিবেশন করছেন।

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

Post a Comment

0Comments
Post a Comment (0)