মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম দেখতে কেমন ছিলেন ? - অগ্নিবীর

মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম দেখতে কেমন ছিলেন ?

Share This


মহর্ষি বাল্মীকি বিরচিত রামায়ণে শ্রীরামের গুণাবলি ও বৈশিষ্ট্যের উল্লেখ আমরা আদিকাণ্ডের ১ম সর্গেই পেয়ে থাকি৷। কিন্তু প্রকৃতপক্ষে সর্বাঙ্গীন দৈহিক বর্ণনা সম্পর্কে অনেকেই অজ্ঞাত । আসুন মহর্ষি বাল্মীকি শ্রীরাম সম্পর্কে কি বলেছেন তার রচনায় আমরা পর্যবেক্ষণ করি -

ততঃ কমলপত্রাক্ষঃ শ্যামো নিরুপমো মহান্ ।
উবাচ রামস্তং সূতং পিতুরাখ্যাহি মামিতি ৷৷
বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড ৩৪।১
অনুবাদঃ তখন, পদ্মপলাশনয়ন শ্যামল অতুলনীয় রাম সারথি সুমন্ত্রকে বললেন—‘পিতার কাছে আমার বার্তা জানান '

বিপুলাংসো মহাবাহুঃ কম্বুগ্রীবঃ শুভাননঃ।
গূঢ়জক্রঃ সুতাম্রাক্ষো রামো নাম জনৈঃ শ্রুতঃ ৷৷
বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড ৩৫।১৫
অনুবাসঃ [ হনুমান বললেন] ‘শ্রীরামচন্দ্র বৃষস্কন্ধ, দীর্ঘবাহু, শঙ্খগ্রীব এবং সুদর্শন মুখমণ্ডল সম্পন্ন পুরুষ । সুস্বাস্থ্যসম্পন্ন, (অর্থাৎ গলার অস্থিযুগল মাংসপেশীতে আবৃত), রক্তিমাভাযুক্ত নেত্রবান। তিনি ‘রাম' এই নামে লোকপ্রসিদ্ধ ব্যক্তিত্ব।

দুন্দুভিস্বননির্ঘোষঃ স্নিগ্ধবৰ্ণঃ প্রতাপবান্ ।
সমশ্চ সুবিভক্তাঙ্গো বর্ণং শ্যামং সমাশ্রিতঃ ৷৷
বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড ৩৫।১৬
অনুবাদঃ [ হনুমান বললেন ] “তাঁর [ শ্রীরামের ] কণ্ঠস্বর দুন্দুভির ন্যায়, তাঁহার গাত্রবর্ণ উজ্জ্বল, তিনি বীর ; সুঠাম আকৃতি এবং সুসমঞ্জস ,অঙ্গসৌষ্ঠবসম্পন্ন ও শ্যামকান্তি।

ভ্রাতা চাস্য চ বৈমাত্রঃ সৌমিত্রিরমিতপ্রভঃ।
অনুরাগেণ রূপেণ গুণৈশ্চাপি তথাবিধঃ ৷৷
স সুবর্ণচ্ছবিঃ শ্রীমান্ রামঃ শ্যামো মহাযশাঃ।
তাবুভৌ নরশার্দূলৌ ত্বদ্দর্শনকৃতোৎসবৌ ৷৷
বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড ৩৫।২২-২৩
অনুবাদঃ তাঁর বৈমাত্রেয় অনুজ ভ্রাতা লক্ষ্মণও অত্যন্ত শক্তিমান। অনুরাগ, সৌন্দর্য ও সদ্‌গুণের সমাহারে তিনি শ্রীরামচন্দ্রের সমান। তিনি (লক্ষ্মণ) সুবর্ণকান্তি ও রূপবান। শ্রীরামচন্দ্ৰ শ্যামসুন্দর ও মহাযশস্বী ।

অর্থাৎ শ্রীরামচন্দ্র -
১। প্রশস্ত ও দৃঢ় কাঁধ , সুঠাম আকৃতি
২। সুদর্শন মুখমণ্ডল,
৩। দীর্ঘবাহু, শঙ্খের ন্যায় গ্রীবাযুক্ত
৪। রক্তিমাভ চোখ, কণ্ঠস্বর দুন্দুভির ন্যায়
৫। উজ্জ্বল শ্যামবর্ণ

ইত্যাদি বৈশিষ্ট্যযুক্ত ছিলেন । অতঃ শ্রীরামচন্দ্রের চিত্র কেউ যদি অংকন করতে চায় বা চিন্তন করতে চায় তবে এই বিষয়গুলো অবশ্যই তাকে অনুসরণ করতে হবে ।

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

No comments:

Post a Comment

Pages