
সনাতন ধর্মের সর্বোচ্চ ও একমাত্র মহামন্ত্র গায়ত্রী।সকল সনাতন ধর্মালম্বীর উপনয়ন হয় এই গায়ত্রী মন্ত্রে।শ্রীরামচন্দ্র,শ্রীকৃষ্ণসহ সনাতন সভ্যতার সকল দিকপালরাই সকল যুগে গায়ত্রী মহামন্ত্রকে সকলের মুক্তির একমাত্র পথ হিসেবে বলে গিয়েছেন।আজ আমরা বিভিন্ন মনিষী গায়ত্রী মন্ত্র নিয়ে কি বলেছেন তা দেখব।
১. মহাঋষি যাজ্ঞবল্ক্য বলেছেনঃ “গায়ত্রীর থেকে শ্রেষ্ঠ মন্ত্র কখনও হয় নাই, আর কোনদিন হবেও না। উপনিষদ যেমন বেদের সার তেমনি গায়ত্রীও সকল বেদের সার।“
২. মহাঋষি বিশ্বমিত্র বলেছেন, “গায়ত্রীর সমান পবিত্র মন্ত্র চার বেদের মধ্যে আর নাই।“
৩. আর্য সমাজের সংস্থাপক মহর্ষি দয়ানন্দ সরস্বতী বলেছেন, “গায়ত্রী পরিত্যাগ করে অন্য কোন বস্তর ধ্যান করা কখনও উচিৎ নহে। কারণ এর তুল্য কিছুই নাই। ইহা অপেক্ষা শ্রেষ্ঠ মন্ত্র আর নাই।“
৪. ঋষি পরাশর বলেছেন, “পবিত্র বেদের সকল সুক্তের মধ্যে গায়ত্রীর শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত।“
৫. ঋষি অত্রি বলেছেন, “পবিত্র গায়ত্রীর মন্ত্র দ্বারাই সকলের আত্মাকে পরিক্ষার করা সম্ভব।“
৬. ব্রহ্মর্ষি নারদ বলেছেন, “যেখানে ভক্তিরুপী গায়ত্রী বিদ্যমান, সেখানে ঈশ্বরের না থাকার কোন সন্দেহ নাই।“
৭. শ্রীরামকৃষ্ণ
পরমহংসদেব বলেছেন, “বেদ গায়ত্রী মন্ত্র জপের
দ্বারা, অনেকে সিদ্ধি প্রাপ্ত হন। এই মন্ত্র ছোট কিন্তু ইহার
শক্তি অপরিসীম।“
৮. স্বামী বিবেকানন্দ বলেছেন, “গায়ত্রী সৎবুদ্ধির মন্ত্র, এই জন্য এই মন্ত্রকে সকল মন্ত্রের মুকুটমণি বলা হয়।“
৯. মহর্ষি মনু বলেছেন, “গায়ত্রী মন্ত্র সকল বেদের সার।গায়ত্রী মন্ত্র বিনা আর কোন পরিশুদ্ধির মন্ত্র নেই।“
১০. কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, “ভারতবর্ষকে জাগানোর বেদ গায়ত্রী
মন্ত্র এত সরল যা এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় এবং গায়ত্রী মন্ত্র দ্বারা অধ্যাত্মিক
ও ভৌতিক উভয়বিধ কল্যাণ লাভ করা যায়।"
১১. ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণ বলেছেন, “গায়ত্রী মন্ত্র মৃতের মধ্যে জীবন জাগানোর আকুল পার্থনা।"
১২. জগতগুরু
আদি শংকরাচার্য বলেছেন,”গায়ত্রীর মহাত্ম বর্ণনা করা
মানুষের সামর্থের উর্দ্ধে, এবং গায়ত্রী মন্ত্রই এক মাত্র
আদি মন্ত্র।"
১৩. মহাত্মা গান্ধী বলেছেন, “গায়ত্রী মন্ত্রের নিয়মিত জপ অসুস্হ ব্যক্তির নিরাময়, এবং আত্মার উন্নতির জন্য উপযুক্ত সাধনা। স্থির মন এবং শান্ত হৃদয়ে গায়ত্রী জপ করলে, সমস্ত বিপদ হতে রক্ষা পাওয়া যায়।"
১৪. মহর্ষি বশিষ্ঠ বলেছেন, “জড়বুদ্ধি, কু-পথগামী ও চঞ্চলমতি ব্যক্তিও গায়ত্রীর প্রভাবে উচ্চস্থর লাভ করে থাকেন।"
১৫. সনাতন ধর্মের প্রাণপুরুষ যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন,“ছন্দ বিশিষ্ট গায়ত্রীই সর্বশ্রেষ্ঠ মন্ত্র।"
১৬. মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলেছেন, “রাত্রি প্রভাত হয়েছে দেখে পূর্ব সন্ধ্যার উপাসনা সমাপন পূর্বক, সমাহিত চিত্তে গায়ত্রী মন্ত্রে, ঈশ্বর উপাসনা করতে আরম্ভ করলাম।"
১৭. পণ্ডিত দীনবন্ধু বেদশাস্ত্রী বলেছেন, “গায়ত্রীই বেদের সর্বশ্রেষ্ট মন্ত্র,পরমাত্মারত্মার ধ্যানের জন্য, একমাত্র গায়ত্রীই শ্রেষ্ঠ সিদ্ধ বৈদিক মন্ত্র।"
১৮. মহর্ষি চরক বলেছেন, "যিনি ব্রক্ষচার্য পালন করে মহামন্ত্র গায়ত্রী দ্বারা উপাসনা করেন, এবং আমলকী রস পান করেন, তিনি দীর্ঘজীবী হন।"
১৯. মহর্ষি ব্যাসদেব বলেছেন, “যেমন ফুলের সার মধু, দুধের সার ঘি, তেমন বেদের সার হল গায়ত্রী মহামন্ত্র। সাধনার দ্বারা সিদ্ধিলাভে গায়ত্রী কামধেনুর সমান। যিনি গায়ত্রী ছেড়ে অন্যকিছুর উপাসনা করেন, তিনি ভিক্ষুকের মতই মূর্খ।"
২০. ঋষি শঙ্খ বলেন, “গায়ত্রী মন্ত্র
পতিত ব্যাক্তির উদ্ধারকর্তা।গায়ত্রী এর চেয়ে বড় কিছু ত্রিলোক এর কোথাও নেই।"
২১. ঋষি শৌনক বলেন, “কোন দ্বিজ সকল
ধর্মকর্ম পালন না করেও কেবল যদি গায়ত্রী জপ করেন তিনি মুক্তি লাভ করেন।"
২২. অধ্যাপক আর শ্রীনিবাসন বলেন, “হিন্দু শাস্ত্রের যত মন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী হল গায়ত্রী মন্ত্র।"
২৩. লোকমান্য তিলক বলেন,"শুধু রাজনৈতিক মুক্তি ই ভারতের জনগণের মুক্তি এনে দেবেনা,এর জন্যে দরকার আত্মার মুক্তি আর তার জন্য দরকার অসৎ কে ত্যাগ করে সৎ এর আশ্রয় গ্রহণের পথ গায়ত্রী মন্ত্র।"
২৪. মহামান্য মদন মোহন মালবিয়া বলেন,"ঋষিরা আমাদের যত মণিমুক্তো দিয়ে গেছেন তারমধ্যে সবচেয়ে দামী সম্পদ হল গায়ত্রী।সকল পার্থিব সম্পদকে তুচ্ছ করে ঈশ্বরভক্তিতে নিমগ্ন হওয়ার শক্তি হল গায়ত্রী।"
২৫. ড.সর্বেপল্লী রাধাকৃষ্ণাণ বলেন,"গায়ত্রী হল বৈশ্বিক প্রার্থনামন্ত্র,আমরা যদি একে নিয়ে ভাবি তাহলেই বুঝব এর গুরুত্ব কত বেশী।এটি জীবনীশক্তিকে উদ্বুদ্ধকারী মন্ত্র।"
২৬. স্বামী শিবানন্দ বলেন,"সকল মন্ত্রের মধ্যে হৃষীকেশ,সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী মন্ত্র হল গৌরবান্বিত
গায়ত্রী মন্ত্র।"
২৭. সদগুরু সন্ত কেশবদাস বলেন,"চিন্ময় চৈতন্যের একমাত্র দ্বার গায়ত্রী মন্ত্র।"
২৮. রামকৃষ্ণ মঠের স্বামী মুখ্যানন্দ বলেন,"এখন ই সময় নারী-পুরুষ,বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে মহামন্ত্র গায়ত্রী প্রচার করার।"
২৯. শঙ্কর মঠের চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী স্বামী বলেন,"যে ব্যাক্তি প্রতিদিন ভক্তির সাথে গায়ত্রী পাঠ করে সে রক্ষিত হয়।"
৩০. শ্রী সত্য সাঁই বাবা বলেন,"প্রণব ওঁ এর বিস্তার ই হল গায়ত্রী।"
গায়ত্রী মন্ত্র গুরুমন্ত্র,একমাত্র মহামন্ত্র
ওঁ শান্তি শান্তি শান্তি
(তথ্যসূত্র-Glory and Advantage of Gayatri Japa,A Book by Gayatri Parivar)
√Really true & winsome.
ReplyDeleteEveryone should chant & meditate daily for his or her own purification .
ওঁ শ্রীপরমত্মানে নমোঃ
ReplyDelete♥️♥️♥️
ReplyDelete