দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







সদ্গৃহস্থ কে ❓ পরমেশ্বর তাকে কি প্রদান করেন ❓

সত্যান্বেষী
0


 

💯 সদ্গৃহস্থ কে ❓ পরমেশ্বর তাকে কি প্রদান করেন ❓ 
 
📚 উত্তরঃ
ঋষি: - গোতম ঋষিঃ
দেবতা - সোমো দেবতা
ছন্দঃ - ভুরিক্ পঙ্ক্তিঃ
স্বরঃ - পঞ্চমঃ
 
সোমো ধেনুং সোমোঽঅর্বন্তমাশুং সোমো বীরঙ্কর্মণ্যন্দদাতি ।
সাদন্যংবিদথ্যং সভেয়ম্পিতৃশ্রবণংয়ো দদাশদস্মৈ ॥
যজুর্বেদ ৩৪।২১
 
পদার্থঃ (যঃ) যে সদ্গৃহস্থ (অস্মৈ) এই পরমেশ্বরের প্রতি (দদাশৎ) স্বীয় কর্মকে সমর্পিত করে, তাকে (সোমঃ) সর্বোৎপাদক পরমেশ্বর (ধেনুম্) গো - বাণী (দদাতি) প্রদান করেন । (সোমঃ) সর্বোৎপাদক পরমেশ্বর (অর্বন্তম্) বেগবান (আশুম্) শীঘ্রগামী অশ্ব (দদাতি)প্রদান করেন । (কর্মণ্যম্)কর্মকুশল পুরুষার্থী, (সাদন্যম্) আসন প্রদানাদি কাজে অভিজ্ঞ (বিদথ্যম্) জ্ঞানগোষ্ঠীতে চতুর, (সভেয়ম্)সভার সভ্য (পিতৃশ্রবণম্)পিতামাতার আজ্ঞা শ্রবণকারী (বীরম্)বীর সন্তান প্রদান করেন । 
 
সলরার্থঃ যে সদ্গৃহস্থ এই পরমেশ্বরের প্রতি স্বীয় কর্মকে সমর্পিত করে, তাকে সর্বোৎপাদক পরমেশ্বর ✅ গো - বেদবাণী প্রদান করেন । সর্বোৎপাদক পরমেশ্বর তাকে ✅ বেগবান শীঘ্রগামী অশ্ব প্রদান করেন । ✅ কর্মকুশল পুরুষার্থী, আসন প্রদানাদি কাজে অভিজ্ঞ, জ্ঞানগোষ্ঠীতে চতুর, সভার সভ্য, পিতামাতার আজ্ঞা শ্রবণকারী, বীর সন্তান প্রদান করেন । 
 
উক্ত " ধেনুং সোমোঽঅর্বন্তমাশুং " দ্বারা সূক্ষ্মরূপে সন্তানের সোমশক্তি অর্থাৎ বীর্যশক্তি রক্ষা , রিপু আদির হিংসক ও কর্মচঞ্চল বৈশিষ্ট্য অভিপ্রেত । 
 
🖋️
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক

Post a Comment

0Comments
Post a Comment (0)