


ঋষি: - গোতম ঋষিঃ
দেবতা - সোমো দেবতা
ছন্দঃ - ভুরিক্ পঙ্ক্তিঃ
স্বরঃ - পঞ্চমঃ
সোমো ধেনুং সোমোঽঅর্বন্তমাশুং সোমো বীরঙ্কর্মণ্যন্দদাতি ।
সাদন্যংবিদথ্যং সভেয়ম্পিতৃশ্রবণংয়ো দদাশদস্মৈ ॥
যজুর্বেদ ৩৪।২১
পদার্থঃ (যঃ) যে সদ্গৃহস্থ (অস্মৈ) এই পরমেশ্বরের প্রতি (দদাশৎ) স্বীয় কর্মকে সমর্পিত করে, তাকে (সোমঃ) সর্বোৎপাদক পরমেশ্বর (ধেনুম্) গো - বাণী (দদাতি) প্রদান করেন । (সোমঃ) সর্বোৎপাদক পরমেশ্বর (অর্বন্তম্) বেগবান (আশুম্) শীঘ্রগামী অশ্ব (দদাতি)প্রদান করেন । (কর্মণ্যম্)কর্মকুশল পুরুষার্থী, (সাদন্যম্) আসন প্রদানাদি কাজে অভিজ্ঞ (বিদথ্যম্) জ্ঞানগোষ্ঠীতে চতুর, (সভেয়ম্)সভার সভ্য (পিতৃশ্রবণম্)পিতামাতার আজ্ঞা শ্রবণকারী (বীরম্)বীর সন্তান প্রদান করেন ।
সলরার্থঃ যে সদ্গৃহস্থ এই পরমেশ্বরের প্রতি স্বীয় কর্মকে সমর্পিত করে, তাকে সর্বোৎপাদক পরমেশ্বর
গো - বেদবাণী প্রদান করেন । সর্বোৎপাদক পরমেশ্বর তাকে
বেগবান শীঘ্রগামী অশ্ব প্রদান করেন ।
কর্মকুশল পুরুষার্থী, আসন প্রদানাদি কাজে অভিজ্ঞ, জ্ঞানগোষ্ঠীতে চতুর, সভার সভ্য, পিতামাতার আজ্ঞা শ্রবণকারী, বীর সন্তান প্রদান করেন ।



উক্ত " ধেনুং সোমোঽঅর্বন্তমাশুং " দ্বারা সূক্ষ্মরূপে সন্তানের সোমশক্তি অর্থাৎ বীর্যশক্তি রক্ষা , রিপু আদির হিংসক ও কর্মচঞ্চল বৈশিষ্ট্য অভিপ্রেত ।

বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক