দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫



জীবনসংগ্রামে পরমেশ্বর আমাদের কি উপদেশ দিচ্ছেন ❓

সত্যান্বেষী
0

 


ঋষি: - অপ্রতিরথ ঐন্দ্রঃ দেবতা - ইন্দ্রো মরুতো বা ছন্দঃ - বিরাডনুষ্টুপ্ স্বরঃ - গান্ধারঃ
 
প্রেতা জয়তা নর ইন্দ্রো বঃ শর্ম যচ্ছতু ।
উগ্রা বঃ সন্তু বাহবোঽনাধৃষ্যা যথাসথ ॥
ঋগ্বেদ ১০।১০৩।১৩
 
পদার্থঃ (নরঃ) হে বীর মানব ! [ জীবনসংগ্রামে ] (প্র -ইত) এগিয়ে যাও (জয়ত) [ সর্ব বিঘ্নে ] বিজয় লাভ করো, (ইন্দ্রঃ) পরমেশ্বর (বঃ) তোমাদের (শর্ম) সুখ - শরণ (যচ্ছতু) প্রদান করবেন । (বঃ বাহবঃ) তোমাদের।প্রচেষ্টা - বাহুদ্বয় (উগ্রাঃ সন্তু) উৎকৃষ্ট - পরাক্রমযুক্ত হোক , (যথা) যেন, তোমরা (অনাধৃষ্যা) অপরাজেয় (অসথ) হও । 
 
সরলার্থঃ হে বীর মানব ! জীবনসংগ্রামে এগিয়ে যাও , সর্ব বিঘ্নে বিজয় লাভ করো, পরমেশ্বর তোমাদের সুখ - শরণ প্রদান করবেন । তোমাদের প্রচেষ্টা উৎকৃষ্ট হোক তথা বাহুদ্বয় পরাক্রমযুক্ত হোক , যেন, তোমরা অপরাজেয় হও । 
 
[ ভাষ্যকারঃ ড. রামনাথ বেদালঙ্কার , পণ্ডিত হরিশরণ সিদ্ধান্তালংকার ]

Post a Comment

0Comments
Post a Comment (0)