দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







শ্রীরাম কি বালীকে অন্যায় যুদ্ধে মেরেছিলেন ?

সত্যান্বেষী
0

 



মহাভারতের বন অরণ্য পর্বেঃ


প্রতিজজ্ঞে চ কাকুৎস্থঃ সমরে বালিনো বধম্ |

সুগ্রীবশ্চাপি বৈদেহ্যাঃ পুনরানয়নং নৃপ ||৩/২৬৪/১৪||


 

-      কালীপ্রসন্ন সিংহ ২৭৯ নং অধ্যায়, বন পর্ব।

 


-      হরিদাস সিদ্ধান্তবাগীশ  (বন পর্ব ২৩৪ অধ্যায় পৃষ্ঠা- ২৩০১)

  

আদি কাণ্ডে এই যুদ্ধের ব্যাখ্যাঃ

 

ततः प्रीतमनाश्चैव विश्वस्तश्च महाकपिः |

किष्किन्धां रामसहितो जगाम गुहां तदा || --६७

-Thereafter great monkey Sugreeva with a gladdened heart by that act of Rama, proceeded to cave-like Kishkindha then along with Rama and with confidence in Rama's strength... [1-1-67]

ततोऽगर्जद्धरिवरः सुग्रीवो हेमपिङ्गलः |

तेन नादेन महता निर्जगाम हरीश्वरः || --६८

-"Then that best monkey Sugreeva, with a golden hue, made a roaring sound. By that loud sound, the king of monkeys, Vali, emerged out... [1-1-68]"Then that best monkey Sugreeva, with a golden hue, made a roaring sound. By that loud sound, the king of monkeys, Vali, emerged out... [1-1-68]

ततः सुग्रीववचनाद्धत्वा वालिनमाहवे |

सुग्रीवमेव तद्राज्ये राघवः प्रत्यपादयत् || --७०

"Then Raghava after killing Vali in a combat as per Sugreeva's plea, installed Sugreeva alone as the king of Vanaras.. [1-1-70]


 

কিষ্কিন্ধা কাণ্ডে প্রত্যেক্ষদর্শী বানরগণের দ্বারা এই যুদ্ধের বর্ণনাঃ

जीवपुत्रे निवर्तस्व पुत्रम् रक्षस्व अन्दगम् |

अंतको राम रूपेण हत्वा नयति वालिनम् || -१९-११

- "Return, oh, lady with a living son, and safeguard Angada, for the Terminator in the form of Rama is taking away Vali on killing. [4-19-11] 

क्षिप्तान् वृक्षान् समाविध्य विपुलाः शिलाः तथा |

वाली वज्र समैर् बाणैर् वज्रेण इव निपातितः || -१९-१२

"Shattering trees and massive boulders that Vali hurled at him with thunderbolt like arrows Rama felled Vali as if by thunderbolt. [4-19-12]

The plural number given to the 'arrows' may be observed. Rama shot Vali with only one arrow but each monkey is multiplying one arrow to become many. Rumours multiply thus.

 


স্পষ্টতই, এখানে রাম এবং বালীর সম্মুখ যুদ্ধ বর্ণনা করা হয়েছে। লক্ষণীয়, এখানে বালী শ্রীরামের দিকে পাথর, গাছ নিক্ষেপ করছিলেন। ঐ সমস্ত গাছ ও শিলা থেকে আত্মরক্ষার জন্যই রাম গাছের আড়ালে ছিলেন। অর্থাৎ, গাছটিকে এখানে তাঁর ঢাল হিসেবে ব্যবহার করেছেন। অধিকন্তু এখানে বাণৈঃ বহুবচনে আছে  অর্থাৎ শ্রীরাম বালীকে এক বাণে বধ করেছেন সেটিও অসত্য প্রমাণিত হয় । তাই  রামকে দোষারোপ করা যেমন যায় না, তেমনি তিনি যে গাছের আড়াল থেকে বালীকে কেন তীর মারতে বাধ্য হয়েছেন তাও প্রমাণ করা যায় !

  

হনুমানের জবানবন্দীঃ



সুন্দর কাণ্ড ৩৫.৫১

 

 
 
যুদ্ধকাণ্ড ১২৬.৩৮

 




Post a Comment

0Comments
Post a Comment (0)