বেদভক্ত শিবাজী মহারাজ - অগ্নিবীর

বেদভক্ত শিবাজী মহারাজ

Share This


আমরা শিবাজী মহারাজকে একজন মহান যোদ্ধা ও মুঘল বিনাশক রাজা হিসেবে জানি । তবে একজন মহান ভারতীয় রাজা হিসেবে শিবাজী মহারাজ একজন বেদ ভক্ত রাজাও ছিলেন। দীর্ঘকাল ধরে চলে আসা যবন শাসনের কারণে  লুপ্তপ্রায় বেদচর্চার পুনর্জাগরণে শিবাজী মহারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । এ প্রসঙ্গে শ্রী যদুনাথ সরকার তাঁর স্বরচিত গ্রন্থ 'শিবাজী' র ১২৯ তম পৃষ্ঠায় শিবাজী মহারাজের শাসনামলে বেদচর্চার উন্নতি সম্পর্কে লিখেছেন-



" লুপ্ত বেদচর্চা শিবাজীর অনুগ্রহে আবার জাগিয়া উঠিল। যে ব্রাহ্মণ ছাত্র এক বেদ কণ্ঠস্থ করিয়াছে তাহাকে প্রতিবছর এক মণ চাউল, যে দুই বেদ কণ্ঠস্থ করিয়াছে তাহাকে দুই মণ ইত্যাদি পরিমাণে দান করা হইত। প্রত্যেক বছর তাহার পণ্ডিত রাও শ্রাবণ মাসে ছাত্রদের পরীক্ষা করিয়া তাহাদের বৃত্তি কমবেশি করিয়া দিতেন । বিদেশি পণ্ডিতদের, সামগ্রী এবং মারাঠা দেশের পণ্ডিতদের খাদ্য; দক্ষিণা স্বরূপ দেওয়া হইত। মহাপণ্ডিতদের ডাকিয়া সভা করিয়া নগদ টাকা বিদায় দেওয়া হইত ।"

 

 



No comments:

Post a Comment

Pages