দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







বাংলাদেশ অগ্নিবীর প্রকাশিত ত্রৈমাসিক অনলাইন পত্রিকা “আর্ষ জ্যোতি”

আর্য ঋষি
3


 ১ম সংখ্যা - জুলাই-সেপ্টেম্বর’২০২২ (জন্মাষ্টমী বিশেষ সংখ্যা)

ডাউনলোড লিংক


২য় সংখ্যা - জানুয়ারি-মার্চ’২০২৩ (শ্রী রামনবমী বিশেষ সংখ্যা)

ডাউনলোড লিংক

 

 


৩য় সখ্যা - এপ্রিল- জুন ২০২৩ 

(কম্প্রেসড ফাইল ) ৪৬.২ এমবি - ডাউনলোড লিংক
মূল মুদ্রণযোগ্য ফাইল - ১৮১ এমবি - ডাউনলোড লিংক
 


৪র্থ ও ৫ম সংখ্যা - জুলাই - ডিসেম্বর ২০২৩
(কম্প্রেসড ফাইল ) ৩৫ এমবি - ডাউনলোড লিংক
মূল মুদ্রণযোগ্য ফাইল - ১৩৩ এমবি - ডাউনলোড লিংক

 

৬ষ্ঠ ও ৭ম সংখ্যা 

তথা খণ্ডণ-মণ্ডন-শঙ্কা সমাধান সংখ্যা [ ১ম ভাগ ]

 → পত্রিকার পৃষ্ঠা সংখ্যা - ৪৪১

 → পিডিএফ আকার - ২৩.৬ এমবি

 → লিংক - ডাউনলোড লিংক


❝ আর্ষ জ্যোতি - ৮ম সংখ্যা ❞ [জুলাই-সেপ্টেম্বর] 

 → পত্রিকার পৃষ্ঠা সংখ্যা - ১৫১ 

→ পিডিএফ আকার - ২.৪ এমবি 

→ লিংক - ডাউনলোড

Post a Comment

3Comments
  1. রোগ-ব্যধি থেকে মুক্ত হওয়ার জন্য প্রতিদিন পাঠ করতে হয় এমন কোন বেদের মন্ত্র আছে কি?

    ReplyDelete
  2. দৈনিক কি কি আচার অনুষ্ঠান চর্চা করব বেদমতে ?

    ReplyDelete
    Replies
    1. শ্রী অন্তর কুমার দাস

      Delete
Post a Comment