আশ্বলায়ন গৃহ্যসূত্র ১.৭.১৯ এ বর্ণনা রয়েছে এই সপ্তপদীগমনের। জেনে নিন বিবাহে কী কী সংকল্প বরবধূ গ্রহণ করে—
অথৈনামপরাজিতায়ান্দিশি সপ্তপদান্যভ্যুৎক্রাময়তীষ একপদ্যূর্জে দ্বিপদী রায়স্পোষায় ত্রিপদী মায়োভব্যায় চতুষ্পদী প্রজাভ্যঃ পঞ্চপদ্যৃতুভ্যঃ ষট্পদী সখা সপ্তপদী ভব সা মামনুব্রতা ভব পুত্রান্বিন্দাবহৈ বহূংস্তে সন্তু জরদষ্টয় ইতি ।
• ইষে একপদী ভব
- অভীষ্টের জন্য এক পদক্ষেপ,
• ঊর্জে দ্বিপদী ভব
- বলের জন্য দুই পদক্ষেপ,
• রায়স্পোষায় ত্রিপদী ভব
- অর্থপ্রাপ্তির জন্য তিন পদক্ষেপ,
• ময়োভব্যায় চতুষ্পদী ভব
- শান্তির জন্য চার পদক্ষেপ,
• প্রজাভ্যঃ পঞ্চপদী ভব
- সন্তানের জন্য পাঁচ পদক্ষেপ,
• ঋতুভ্যঃ ষট্পদী ভব
- ঋতুর জন্য ছয় পদক্ষেপ এগিয়ে চল,
• সখা সপ্তপদী ভব
- সপ্ত পদক্ষেপ দ্বারা আমার বন্ধু হও,