দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







সপ্তপদী গমনের সাতটি সংকল্প

সত্যান্বেষী
0

 


বিয়ের এক পর্যায়ে অগ্নিসাক্ষী রেখে ঈশানকোণে (উত্তর-পূর্ব দিকে) বর-বধূ ৭ টি পদক্ষেপ নেয় ৭ টি সংকল্পে। 
 
আশ্বলায়ন গৃহ্যসূত্র ১.৭.১৯ এ বর্ণনা রয়েছে এই সপ্তপদীগমনের। জেনে নিন বিবাহে কী কী সংকল্প বরবধূ গ্রহণ করে— 
 
অথৈনামপরাজিতায়ান্দিশি সপ্তপদান্যভ্যুৎক্রাময়তীষ একপদ্যূর্জে দ্বিপদী রায়স্পোষায় ত্রিপদী মায়োভব্যায় চতুষ্পদী প্রজাভ্যঃ পঞ্চপদ্যৃতুভ্যঃ ষট্পদী সখা সপ্তপদী ভব সা মামনুব্রতা ভব পুত্রান্বিন্দাবহৈ বহূংস্তে সন্তু জরদষ্টয় ইতি । 


 
• ইষে একপদী ভব
- অভীষ্টের জন্য এক পদক্ষেপ, 
 
• ঊর্জে দ্বিপদী ভব
- বলের জন্য দুই পদক্ষেপ, 
 
• রায়স্পোষায় ত্রিপদী ভব
- অর্থপ্রাপ্তির জন্য তিন পদক্ষেপ, 
 
• ময়োভব্যায় চতুষ্পদী ভব
- শান্তির জন্য চার পদক্ষেপ,
 
• প্রজাভ্যঃ পঞ্চপদী ভব
- সন্তানের জন্য পাঁচ পদক্ষেপ, 
 
• ঋতুভ্যঃ ষট্‌পদী ভব
- ঋতুর জন্য ছয় পদক্ষেপ এগিয়ে চল, 
 
• সখা সপ্তপদী ভব
- সপ্ত পদক্ষেপ দ্বারা আমার বন্ধু হও, 
 
• ভব সা মাম্ অনুব্রতা ভব।
- সেই তুমি মৎপরায়ণা হও। 
 

 
 
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক।

Post a Comment

0Comments
Post a Comment (0)