বর্তমান সময়ে সুদ ছাড়া ব্যবসায় কল্পনাও করা যায় না। সুদ কোন আধুনিক সময়ের ধারণা নয়, সুপ্রাচীনকাল থেকেই এই সুদের ব্যবহার চলে আসছে। একটা নির্দিষ্ট মতবাদের কারণে অনেকের মনেই সনাতন ধর্মে সুদ নিষেধ নাকি নেই তা নিয়ে সংশয় উঠেছে৷ আজ সেই সংশয় নিবারণ করবো।
যেন ধনেন প্রপণং চরামি ধনেন দেবা ধনমিচ্ছমানঃ।
তন্মে ভূয়ো ভবতু মা কণীয়োঽগ্নে সাতঘ্নো দেবান্ হবিষা নিষেধ।।
-অথর্ববেদ ৩/১৫/৫
অনুবাদ—হে বিদ্বান্গণ ! মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি। যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধি প্রাপ্ত হউক। হে পরমাত্মন্! যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখ।
অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ/মুনাফা মোটেই নিষেধ নয়। কিন্তু নিষেধ নয় মানে এই না যে চড়া বা অতিরিক্ত সুদ/ মুনাফা ধার্য করা হবে, অবশ্যই এটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখা আবশ্যক।
মনুস্মৃতির ৮/১৪০ এ বলা হয়েছে, ধন বৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি সর্বোচ্চ ৮০ ভাগের ১ ভাগ অর্থাৎ ১০০ টাকায় মাসিক ১.২৫ টাকা সুদ নেবে ৷ অর্থাৎ ধন বৃদ্ধির ইচ্ছা পোষণকারী ব্যক্তি সর্বোচ্চ অশীতিভাগ অর্থাৎ মাসিক প্রতি ৮০ টাকায় ১ টাকা [১০০ টাকায় ১.২৫ টাকা, বছরে ১০০ টাকায় ১৫ টাকা] সুদ নেবে, এর অধিক নয়।
একই অধ্যায়ের ১৫৫ শ্লোকে বলা হয়েছে, যদি কোন ব্যক্তি সম্পূর্ণ সুদ না দিতে পারে তাহলে সে যতটুকু দিতে পারে তা দেওয়া উচিত। অবশিষ্ট সুদ না দিয়ে সেটা মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত।
পরাশর সংহিতায় বলছে, সুদে অর্থ বিনিয়োগ করা, স্বর্ণকার হওয়া, গবাদি পশুর পরিচর্যা করা, জমি চাষ করা, ব্যবসায় করা-এসব হলো বৈশ্যদের পেশা। বশিষ্ঠ ধর্মসূত্রেও একই কথা বলা হয়েছে।
কিন্তু চড়া সুদ অবশ্যই নিন্দনীয় ও পাপ কাজ। যারা অতিরিক্ত সুদ নেয় তারা উসুরী।
বশিষ্ঠ ধর্মসূত্রে বলা হয়েছে, বেদপাঠীদের মধ্যে যারা অল্পমূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হলো উসুরী।
বশিষ্ঠ ধর্মসুত্রেই আবার বলা হচ্ছে, অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণহত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন উসুরী তার নিচে।
সুতরাং শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহন করা কোন পাপকর্ম নয় বরং এটা বৈশ্যদের পেশা হিসেবেই পরিগণিত। তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ বা প্রদান তথা উসুরীকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসেবে বিবেচনা করা হয়েছে।
আরো পড়ুন এখানে - https://www.agniveerbangla.org/2022/08/blog-post.html
বাংলাদেশ অগ্নিবীর
সত্য প্রকাশে নির্ভীক সৈনিক