অগ্নিবীরের সদস্য হবেন কীভাবে 
বাংলাদেশ
অগ্নিবীরের ক্রমবর্ধমান প্রচার ও প্রসারে অনেকেই অগ্নিবীরের সহযোগী হয়ে
বেদ - বৈদিক শাস্ত্রের প্রচার ও প্রসার অংশগ্রহণ করে বেদমাতার পরমপাবনকৃপায়
মানবজন্ম সার্থক করার নিমিত্তে সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ।
এমতাবস্থায় আমাদের সদস্য গ্রহণ ও নিবন্ধন প্রক্রিয়া স্পষ্ট করার নিমিত্তেই
এই নিবন্ধের অবতারণা । স্বভাবতঃই অগ্নিবীর প্রচলিতের ন্যায় শুধুমাত্র
অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে কাউকে সদস্য করে না । কেননা আমরা
কোয়ালিটিযুক্ত কোয়ান্টিটিতে বিশ্বাসী । এজন্য পর্যাপ্ত জ্ঞান - স্বীকার্য ও
আচারের পরিপ্রেক্ষিতেই আমরা সদস্য গ্রহণ করে থাকি । ফলশ্রুতিতে আমাদের
সদস্য গ্রহণ প্রক্রিয়া জটিল বলে মনে হতে পারে অনেকের কাছে ।
বাংলাদেশ অগ্নিবীরের লক্ষ্য , উদ্দেশ্য ও মূলনীতি পড়ুন - https://www.agniveerbangla.org/p/about-us.html

ধাপগুলো হচ্ছে - অনুসারী, সত্যার্থী ও আর্য ।

১.১.১। অনুসারী সংজ্ঞা - যেকোনো সনাতন ধর্মাবলম্বী যারা বাংলাদেশ অগ্নিবীরের লক্ষ্য ও উদ্দেশ্য সমর্থন করে তারা নির্দিষ্ট নিঃশুল্ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে অনুসারী হতে পারবে।

অ. নিয়মিত অবশ্যই দ্বিসন্ধ্যা গায়ত্রী জপ করবে এবং পর্যায়ক্রমে নিয়মিত সন্ধ্যোপাসনা করবে।
আ. সংশ্লিষ্ট শাখায় অনুষ্ঠিত অনলাইন ও অফলাইন স্বাধ্যায়ে অংশ নিবে।
ই. প্রতিদিন স্বগৃহে নিজ নিজ কাজের পাশাপাশি স্বাধ্যায় চর্চা (বেদাদি শাস্ত্র পাঠ) অব্যাহত রাখবে।
ঈ.
অনুসারীগণ ধর্মীয় কাজ ও প্রচারে মাসিক প্রণামী প্রদান করবে [ নূন্যতম ২০
টাকা ]। এক্ষেত্রে সদস্যদের [ আর্য ] জন্য নির্ধারিত প্রণামী পরিমাণ
ধার্য হবে না।
উ. অনুসারীগণ কেন্দ্রীয় স্বাধ্যায় পাঠ্যবিধির ন্যূনতম প্রাথমিক ও মাধ্যমিক পাঠ সম্পন্ন করবে।

অ. অনুসারীগণ পূর্বোক্ত কর্মকাণ্ড সমূহ নিয়মিত পরিপালন করছে কি না তা নির্দিষ্ট সময় অন্তর যাচাই করবে।
আ. অনুসারীদের যোগ্যতা অনুযায়ী শাখার বিভাগভিত্তিক (কন্টেন্ট তৈরি, প্রচার কার্যক্রম ইত্যাদি) কর্মে যুক্ত করবে।
ই. অনুসারীদের ধার্মিক জীবনের পাশাপাশি সফল জীবন গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করবে।
১.১.২। সত্যার্থী সংজ্ঞা - যেসকল সনাতনী কমপক্ষে তিনমাস অনুসারী হিসেবে সফলভাবে কর্তব্য সম্পাদন করেছে, কেন্দ্রীয় স্বাধ্যায় কোর্স [ অর্থাৎ এই ১টি কোর্স অন্ততঃ ] সফলভাবে সম্পন্ন করেছে এবং বৈদিক সিদ্ধান্তসমূহ নিজের জীবনে বাস্তবায়ন করেছে তারাই সত্যার্থী হওয়ার যোগ্যতা রাখে।

অ. নিত্য সন্ধ্যোপাসনা ও নিত্যকর্ম সম্পাদন করবে।
আ. নিয়মিত বেদপাঠ ও ব্যক্তিগত স্বাধ্যায় চলমান রাখবে।
ই. নিয়মিত সংশ্লিষ্ট শাখার অনলাইন/অফলাইন স্বাধ্যায়ে অংশ নিবে।
ঈ. নিয়মিত সামর্থ্য অনুযায়ী নির্ধারিত সংশ্লিষ্ট শাখায় মাসিক প্রণামী [৫০ টাকা] প্রদান করবে।
উ. কেন্দ্রীয় স্বাধ্যায় পাঠ্যবিধির উচ্চতর পর্যায় সম্পন্ন করবে।
ঊ. নতুন কোর্স যা অনুসারী বা সাধারণের জন্য তা পরিচালনা করবে অনুসারীদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা প্রদান করবে ।

অ. পূর্বোক্ত কর্মকাণ্ড সমূহ তারা যথাযথভাবে পরিপালন করছে কি না তা নিয়মিত যাচাই করবে।
১.১.৩। আর্য সংজ্ঞা - যে সনাতনী সত্যার্থী হিসেবে নূন্যতম ৩ মাস পালন, দৈনন্দিন জীবনাচারণ তালিকা পর্যবেক্ষণপূর্বক সঠিকভাবে সম্পন্ন, সব কোর্স সম্পন্ন করেছে এবং সদস্য নিয়মাবলীর সাথে কোনপ্রকার আপোস না করে সম্পূর্ণ বৈদিক জীবনাচরণ অনুযায়ী আচরণে ব্রতী হয়েছে এমন উপনীত সনাতনী সদস্যপদ লাভ করবে ।

অ. সপ্তমর্যাদাসহ সম্পূর্ণ বৈদিক বিধি পালন ও প্রচার
আ. পঞ্চমহাযজ্ঞ পালন ও প্রচার
ই.
বেদাদি সত্য শাস্ত্র স্বাধ্যায় করে যা জ্ঞান অর্জন করছি তা সর্বকল্যাণ
হেতু সকলের মাঝে প্রচার। অনুসারী ও সত্যার্থীদের পরিচালনা করা ও
দিকনির্দেশনা দেওয়া ।
ঈ.
নিয়মিত শাখাভিত্তিক কার্যক্রমে অংশগ্রহণ ও যথাযথ অবদান রাখা এবং যেখানে
শাখা নেই সেখানে শাখা প্রতিষ্ঠার জন্য সর্বপ্রকার কাজে মনোনিবেশ করা।
উ. অগ্নিবীর তথা বেদের প্রচার-প্রসারের জন্য নিজের সর্বোচ্চটুকু প্রদান করতে সর্বদা সচেষ্ট থাকা।
ঊ. অগ্নিবীরের বিভিন্ন উইং এ নিজ সামর্থ্য ও ইচ্ছানুযায়ী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
ঋ. সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিবীরের সমস্ত পোস্ট ও অন্যান্য কন্টেন্ট, সাইট ও ব্লগের আর্টিকেল ইত্যাদি উপযুক্ত স্থানে শেয়ার করা।
কী কী কারণে সদস্য থেকে বহিষ্কার করা হবে -
ক. অগ্নিবীরের প্লাটফর্ম কাজে লাগিয়ে নিজের কোনো ব্যক্তিগত মতবাদ পুষ্ট করা।
খ.
অগ্নিবীরের কোনো সদস্যের প্রতি অসদাচরণ করা কিংবা কোনো সদস্যের ব্যক্তিগত
তথ্য/ সাংগঠনিক গুরুত্বপূর্ণ তথ্য অন্যত্র আদান-প্রদান করা।
গ.
সপ্তমর্যাদা [ মদ্যপান, ব্রহ্মহত্যা, ভ্রুণহত্যা, চুরি ইত্যাদি ],
নিষিদ্ধ কর্ম [ মাংসাহার, অশ্লীলতা, অবৈদিক কর্মকাণ্ড সমর্থন করা ],
কেন্দ্রীয় নির্দেশ অমান্য করা ইত্যাদি ।
ঘ. রাষ্ট্রীয় আইন অনুযায়ী কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা।
ঙ. সদস্য কার্যাবলীর নীতি ভঙ্গ করা; এমতাবস্থায় পদ অবনমন কিংবা গুরুতর হলে চূড়ান্ত বহিষ্কার করা হতে পারে ।
- কেন বাংলাদেশ অগ্নিবীরের সদস্য হবেন ?
- অনুসারী, সত্যার্থী ও আর্য - এই ৩ ধাপের কোন ধাপে কী পাবেন ?
धियो यो नः॑ प्रचोदया॑त्
- পরমেশ্বর আমাদের বুদ্ধি ও কর্মকে সন্মার্গে প্রেরিত করুন ।