দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







কে ছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী ? কী তাঁর আদর্শ ও অবদান ?

সত্যান্বেষী
0



বেদোদ্ধারক পরমপূজ্য পরিব্রাজকাচার্যবর মহর্ষি শ্রীমদ্দয়ানন্দ সরস্বতী স্বামীজীর জ্ঞানামৃতে ধন্য হয়েছেন অসংখ্য নর-নারী। বহু তরুণ তরুণীরাও ঋষির দেখানো পথে হাস্যোজ্জ্বল মুখে নিজেদের উৎসর্গ করছে সনাতন ধর্মের জন্য। কিন্তু এখনো অনেকের মনেই ‘কেমন ছিল এই ঋষির জীবন ও কর্মযজ্ঞ’, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সে ধোঁয়াশা দূর করতেই আজকে আমার এই সামান্য নিবেদন। 

কোন ব্যক্তিকে জানার জন্য দুটো পদ্ধতি অবলম্বন করা সবচেয়ে যৌক্তিক, তা হলো -

১. উক্ত ব্যক্তির রচিত সাহিত্য, বক্তৃতা, কর্ম প্রভৃতি।

২. সমকালীন বা তার অতি নিকট সময়ে তাঁকে অবলোকনকারীদের রচিত গবেষণামূলক মৌলিক জীবনিসাহিত্য। 


আমরা আজ কেবল দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী শ্রীমদ্দয়ানন্দ ভগবদ্পাদকে সংক্ষিপ্ত কিন্তু স্পষ্টভাবে জানার ‘ম্যাটেরিয়ালস’ প্রকাশ করার চেষ্টা করছি। 


✅১। মহর্ষি এবং বর্তমান বিশ্ব কতটা গভীরভাবে সম্পৃক্ত তা বুঝতে প্রথমেই আপনারা ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত ছোট ভিডিও ফিল্মটি দেখতে পারেন-

 



✅২। শ্রীমদ্দয়ানন্দের নশ্বর দেহ এই ধরাধাম ত্যাগের কিছুকাল পরে তাঁর এক বঙ্গদেশী ভক্ত যিনি প্রত্যক্ষভাবে আর্যসমাজী নন, বহু গবেষণা করে তাঁর এক জীবনিগ্রন্থ প্রণয়ন করেন, এটি সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত। আপনারা নিচের লিঙ্কে বইটি পেয়ে যাবেন-

https://drive.google.com/file/d/1NC-28XOH7RAExuvGPv3778fzV3IGkeAO/view?usp=drivesdk&fbclid=IwAR0QnfSl6XdMYvbb1mcHX7FvDv31ipDrvidXXkCPWH32iqqzUzb4oFbQibk


✅৩। অদ্য বৎসরে আর্য প্রতিনিধি সভা, দিল্লির উদ্যোগে সহজবোধ্য সংস্কৃত-প্রাকৃতঘনিষ্ঠ-হিন্দিভাষায় ও মনোহর এনিমেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করে সহজ সরলভাবে ঋষির জীবনি ‘কালজয়ী সন্ত’ শিরোনামে ৫ পর্বে উপস্থাপন করে ইউটিউব এ আপলোড করা হয়েছে, আপনারা নিচের লিঙ্কে সেগুলোও পেয়ে যাবেন। এমনকি বাংলা ভালো জানলেই এই ভিডিওগুলো বুঝতে পারবেন-

https://youtube.com/playlist?list=PL9lvYidFAAhXW0Euf8E20JDY_dP9wib_D&si=5fF30N3ZifsgrBAZ

✅ ৪। একইভাবে হিন্দিতে ঋষিজীবনীকে গীত আকারেও উপস্থাপন করা হয়েছে যা নিম্নের লিঙ্কে পেয়ে যাবেন-


✅৫। এছাড়া ঋষির জীবন ও কর্মের উপরে ভিত্তি করে বহুপূর্বেই একটি চলচিত্রও নির্মিত হয়েছিল-


 

আপনারা আপাতত উপরোক্ত উৎসগুলো থেকে ঋষি দয়ানন্দকে জানার আগ্রহ কিছুটা হলেও নিবৃত্ত করতে পারবেন। তবে আমি বিশ্বাস করি পূজ্য ঋষিকে, তাঁর আদর্শকে, তাঁর কর্মকে, তাঁর সিদ্ধান্তকে বুঝতে হলে তাঁর সাহিত্য গহণ অধ্যয়নের কোন বিকল্প নেই, তাই আমরা তাঁর বিশাল রচনাসম্ভার থেকে সিদ্ধান্তপ্রতিপাদক অত্যন্ত মহত্ত্বপূর্ণ কয়েকটিমাত্র গ্রন্থকেও এই তালিকায় অন্তর্ভূক্ত করছি- 


১। সত্যার্থ প্রকাশ 

➡️ টীকাযুক্ত বাংলা সংস্করণ [ ১০৫ MB ] https://drive.google.com/file/d/1pmTM9Xc3OgAJTTouGyz4snYfBDivY-bl/view?usp=drivesdk

➡️ ক্লিয়ারফন্ট টীকাহীন [২ এমবি ] - https://drive.google.com/file/d/1FNzUQsfJfgwBGDKCnmZsPokQ4K1JivUo/view?usp=drivesdk

২। ঋগ্বেদাদিভাষ্যভূমিকা [ ৩ এমবি ] - https://drive.google.com/file/d/1LnTVRmhSEIJp16QUnTPCIb-MG4f0bgY2/view?usp=drivesdk

৩। সংস্কারবিধি [ ৭০০ কিলোবাইট ] - https://drive.google.com/file/d/18So8bRiyp6qel1oldap6NUiY4-1XYj_N/view?usp=drivesdk

৪। আর্যাবিভিনয় [৮ এমবি] - https://drive.google.com/file/d/1V-nwC8X09NLRzPJXthvUYJkoyqS332NK/view?usp=drivesdk

৫। আর্যোদ্দেশ্যরত্নমালা [৮০০ কিলোবাইট] - https://drive.google.com/file/d/1Vg-ZeqLllP6cNy0dd_sxe9tj_HvTagxJ/view?usp=drivesdk

৬। পূনা প্রবচন [১২.৯ এমবি]

https://drive.google.com/file/d/1VCpsxyLqOKrcmMQvCaPRupW4_nq_y5_T/view?usp=drivesdk

৭। ব্যবহার ভানু [৩২.৮ এমবি]

https://drive.google.com/file/d/1V2eEwncLGtTfBpecOkbLfz0AYzWbe0dt/view?usp=drivesdk 


✅সর্বশেষ একটি প্রশ্নের উত্তর দিতে চাই, জগতে তো আরো অনেক সন্ত, মহাত্মা রয়েছেন কিন্তু আমি এক দয়ানন্দেই কেন নিবেদিত হলাম?

এর উত্তরে আমি আপনাদের সামনে একটি ভিডিওফিল্ম উপস্থাপন করতে চাই, আশা করি আপনারা এখানেই উত্তর পেয়ে যাবেন- 


(হিন্দি) 



(ইংরেজী) 


 

সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি নিবেদন করতে চাই একটি এমন গ্রন্থ যা আপনাকে শিখাবে কীভাবে আপনি সহজে শ্রীমদ্দয়ানন্দ ভগবদ্পাদের দেখানো পথে জীবনে অগ্রসর হতে পারেন-

🔛 কীভাবে আর্য হবেন, পড়ুন ❝ আর্যত্বের অভিমুখে ❞ - https://drive.google.com/file/d/1cAJFNSVuz4vpKohOTuc_yWspq5k37xqh/view?usp=drivesdk

আশাকরি উপরের উপাদানগুলো আপনাদের জ্ঞানতৃষ্ণা কিছুটা হলেও নিবৃত্তি করেছে। আশা করি এগুলো আপনাদের জীবনে সঠিক পথ দেখাবে।

অলমিতি।

ইত্যোম্ শম্। 🙏

Post a Comment

0Comments
Post a Comment (0)