২। বেদব্রত দীক্ষায় আপনার আচার্য আপনাকে একটি বেদমন্ত্রের উপদেশ করবেন। যার অনুকূলে চলাই আপনার ব্রত হবে তখন থেকে।
৪। সপ্তাহে অন্ততঃ ১দিন বাধ্যতামূলক সাত্ত্বিক আহার ও পঞ্চমহাযজ্ঞ করা আপনার মূল ব্রত হবে । পঞ্চমহাযজ্ঞ অর্থাৎ বেদপাঠ, সন্ধ্যোপাসনা, অগ্নিহোত্র যজ্ঞ যথাসম্ভব পালন বা অংশগ্রহণ, গুরুজনে ভক্তি, সর্বজীবে পালন ও অতিথির সেবা ।
৫। বেদব্রত দীক্ষাই আপনার চূড়ান্ত লক্ষ্য না। কিন্তু এই বেদব্রত দীক্ষা আপনার চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে নিতে সাহায্য করবে।
হে ভ্রাতা! হে ভগিনী! বেদ ও ঈশ্বর থেকে আর কতদিন দূরে থাকবেন ? ঈশ্বর আপনাকে অল্প অল্প করে শুরু করার সুযোগ দিয়েছেন, অগ্নিবীর আপনাকে সেই সুযোগের সদ্ব্যবহার করতে সাহায্য করবে। আসুন ঈশ্বরকে পাওয়ার পথে ।
ও৩ম্
© বাংলাদেশ অগ্নিবীর