পরমেশ্বরের অসংখ্য নাম রয়েছে । যদিও তাঁর মুখ্য নাম ও৩ম্, কিন্তু গুণবাচক নাম অসংখ্য । কারণ পরমেশ্বরের গুণ, কর্ম, স্বভাব যেমন অনন্ত, তাঁর নামও তেমন অনন্ত। সে সকলের প্রত্যেকটির গুণ, কর্ম ও স্বভাব অনুসারে এক একটি নাম হয়েছে। এসবের অধ্যয়ন-অধ্যাপনের দ্বারা বোধ হওয়া সম্ভব। আর যারা বেদাদি শাস্ত্র পাঠ করেন, তাদের অন্যান্য পদার্থের জ্ঞানও সম্পূর্ণ হতে পারে। তেমনই পরমেশ্বরের একটি গুণবাচিক নাম হলো ' সরস্বতী' । সরস্বতী শব্দটি এভাবে এসেছে,
(সৃ গতৌ) এই ধাতু [ধা০ ১.৬৬৯]থেকে ‘সরস্’ এবং এর উত্তরে ‘মতুপ্’ ও ‘ঙীপ্’ প্ৰত্যয় যোগে ‘সরস্বতী’ শব্দ সিদ্ধ হয়। ‘সরো বিবিধং জ্ঞানং বিদ্যতে যস্যাং চিতৌ সা সরস্বতী’= যাঁর বিবিধ বিজ্ঞান, শব্দ-অর্থ-সম্বন্ধ-প্রয়োগ বিষয়ে যথাযথ জ্ঞান আছে, সেই পরমেশ্বরের নাম ‘সরস্বতী’।
আমাদের শাস্ত্রে সেই পরমেশ্বরের স্বরূপ বর্ণনা করতে গিয়ে বলা হচ্ছে,
ন চ স্ত্রী ন পুমাংশ্চৈব তথৈব ন নপুংসকঃ।
কেবলজ্ঞানমাত্রং তত্তস্মিন্ সর্ব্বং প্রতিষ্ঠিতম্।।
[মহাভারত, শান্তিপর্ব, ২১৮|৯০]
ঈশ্বর স্ত্রীও না, পুরুষও না এবং নপুংসকও না। তিনি কেবল জ্ঞানমাত্র, তাঁরই মধ্যে এই সমস্ত জগত প্রতিষ্ঠিত।
এই জ্ঞানস্বরূপ পরমেশ্বরই সরস্বতী। এছাড়া প্রয়োগভেদে জ্ঞান, বেদবাণীসহ আরো বিভিন্ন অর্থে "সরস্বতী" শব্দটি ব্যবহৃত হয়।
★चो॒द॒यि॒त्री सू॒नृता॑नां॒ चेत॑न्ती सुमती॒नाम्। य॒ज्ञं द॑धे॒ सर॑स्वती॥
চোদয়িত্রী সূনৃতানাং চেতন্তী সুমতীনাম্। যজ্ঞং দধে সরস্বতী।।
[ঋগ্বেদ১|৩|১১]
(সূনৃতানাং) সত্য ও প্রিয় বানীর (চোদয়িত্রী) প্রেরণাদাত্রী, (সুমতীনাম্) সৎ বুদ্ধির (চেতন্তী) চেতনা দাত্রী (সরস্বতী) জ্ঞানস্বরূপ পরেমেশ্বর (যজ্ঞম্) শুভ কর্মকে (দধে) ধারণ করে আছেন।
★म॒हो अर्णः॒ सर॑स्वती॒ प्र चे॑तयति के॒तुना॑। धियो॒ विश्वा॒ वि रा॑जति॥
মহো অর্ণঃ সরস্বতী প্র চেতযতি কেতুনা।ধিযো বিশ্বা বি রাজতি।।
[ঋগ্বেদ১|৩|১২]
(সরস্বতী) জ্ঞানস্বরূপ পরেমেশ্বর (কেতুনা) শুভ কর্ম বা শ্রেষ্ঠ বুদ্ধির দ্বারা (মহঃ অর্ণ) জ্ঞানের মহাপ্রবাহকে (প্রচেতয়তি) প্রকাশ করেন এবং (বিশ্বা ধিয়ঃ) সমস্ত ধারণাবতী বুদ্ধিকে (বি রাজতি) দীপ্তি দান করেন।
বৈদিক তত্ত্বে পরব্রহ্মই সরস্বতী । স্মার্ত ও পৌরাণিক মতে সরস্বতী ব্রহ্ম নয়, স্বতন্ত্র দেবী বিশেষ । তাই এই বিষয়ে আমাদের উচিত স্পষ্ট থাকা ।
আরো পড়ুন -
বেদ ও সরস্বতী
পবিত্র বেদে সরস্বতী নাম্নী পরমাত্মার নিকট প্রার্থনা করা হয়েছে -
সর॑স্বত্য॒ভি নো॑ নেষি॒ বস্যো॒ মাপ॑ স্ফরী॒: পয়॑সা॒ মা ন॒ আ ধ॑ক্ ।
জু॒ষস্ব॑ নঃ স॒খ্যা বে॒শ্যা॑ চ॒ মা ত্বৎক্ষেত্রা॒ণ্যর॑ণানি গন্ম ॥
ঋগ্বেদ ৬।৬১।১৪
হে প্রভু ! তুমি আমাদের প্রশস্ত সম্পদ লাভ করাও। আমাদের অনগ্রসর কোরো না। স্বীয় জ্ঞানধারা দ্বারা আমাদের বাসনাগ্নিতে জ্বলতে দিও না, নির্বাপিত করো। হে প্রভু! আমাদের বন্ধুত্ব ও কর্ম প্রেমপূর্বক স্বীকার করো। আমরা যেন তোমাকে ছেড়ে দুঃখদায়ক ক্ষেত্র বা দেহ লাভ না করি ।
ভ॒দ্রমিদ্ভ॒দ্রা কৃ॑ণব॒ৎসর॑স্ব॒ত্যক॑বারী চেততি বা॒জিনী॑বতী ।
গৃ॒ণা॒না জ॑মদগ্নি॒বৎস্তু॑বা॒না চ॑ বসিষ্ঠ॒বৎ ॥
ঋগ্বেদ ৭।৯৬।৩
সর্বকল্যাণত্রী সেই পরমেশ্বরী ঐশ্বর্য, অন্নাদি, সূর্যাদি জগৎ স্বামিনী ! বিদ্বানগণে অধিকারিণী ! সেই পরমেশ্বরী আমাদের কুৎসিত পথে যেতে না দিয়ে কল্যাণই করে । সবার জ্ঞানদাত্রীও তিনিই । তিনিই প্রকাশস্বরূপ, স্তুত্য; সর্ব নিবাসকরূপে সকলের স্তুতিযোগ্যা ।
সর॑স্বতীং দেব॒য়ন্তো॑ হবন্তে॒ সর॑স্বতীমধ্ব॒রে তা॒য়মা॑নে ।
সর॑স্বতীং সু॒কৃতো॑ অহ্বয়ন্ত॒ সর॑স্বতী দা॒শুষে॒ বার্যং॑ দাৎ ॥
ঋগ্বেদ ১০।১৭।৭
পরমেশ্বর লাভে নিরত বিদ্বানগণ জ্ঞানপ্রকাশ প্রদাত্রী , পরমসুখদাত্রী পরমেশ্বরকে সর্বপ্রশস্ত জ্ঞানসম্পন্না সত্ত্বারূপে স্বীকার করেন এবং যজ্ঞ বিস্তারপূর্বক জ্ঞানময় বেদবাণীর ন্যায় সেই প্রভুকে স্মরণ করেন । সুকৃতিকারী পুণ্যাত্মাগণ সেই জ্ঞানময় বেদবাণী ও প্রভুকেই প্রার্থনা করেন ৷ কেননা সেই উত্তম জ্ঞানাধিকারিণী প্রভুই আত্মসমর্পক, দাতা, ত্যাগী মানবকে বরণীয় উত্তম জ্ঞান-সম্পদ প্রদান করেন৷
সর॑স্বতি দেব॒নিদো॒ নি ব॑র্হয় প্র॒জাং বিশ্ব॑স্য॒ বৃস॑য়স্য মা॒য়িন॑: ।
উ॒ত ক্ষি॒তিভ্যো॒ঽবনী॑রবিন্দো বি॒ষমে॑ভ্যো অস্রবো বাজিনীবতি ॥
ঋগ্বেদ ৬।৬১।৩
হে জ্ঞানদাত্রী ! তুমি দিব্যভাব বিরুদ্ধ নিন্দনীয় ভাবকে বিনষ্ট করো, আমাদের মধ্যে জ্ঞানের আবরণভূত কামনা-বাসনার প্রাদুর্ভাব দূর করো। হে পরমেশ্বরী ! আসুরভাবে আক্রান্ত পঞ্চকোশকে পবিত্র করে আমাদের দাও । হে সর্ববলপ্রদাত্রী ! তুমি মানুষের জীবনের বিষাক্ততাকে দূর করো, তাকে অমৃতময় করো ।


এই কালকে 'কাম'সূচক বলক হয় । বেদে ও গীতায় বৈধ কাম অনুমোদিত । মহর্ষি মনু স্বীয় স্মৃতিতে কামকে সমস্ত ক্রিয়ার মূল বলে বর্ণনা করেছেন । বসন্তী পঞ্চমীতে মেধাকামনা করে পৌরাণিকমতে সরস্বতীপূজার অর্বাচীন বিধান দৃষ্ট হয় । বৈদিক বিধান অনুযায়ী এ অবস্থায় পালনীয় নিম্নরূপ -

ও৩ম্ ব॒স॒ন্তেন॑ ঋ॒তুনা॑ দে॒বা বস॑বস্ত্রি॒বৃতা॑ স্তু॒তাঃ।
র॒থ॒ন্ত॒রেণ॒ তেজ॑সা হ॒বিরিন্দ্রে॒ বয়ো॑ দধুঃ স্বাহা॥১॥ [যজুর্বেদ ২১।২৩]
ও৩ম্ মধু॑শ্চ॒ মাধ॑বশ্চ॒ বাস॑ন্তিকাবৃ॒তূ অ॒গ্নের॑ন্তঃ শ্লে॒ষো॒ঽসি॒ কল্পে॑তাং॒ দ্যাবা॑পৃথি॒বী কল্প॑ন্তা॒মাপ॒ ওষ॑ধয়॒: কল্প॑ন্তাম॒গ্নয়॒: পৃথ॒ঙ্মম॒ জ্যৈষ্ঠ্যা॑য়॒ সব্র॑তাঃ । যে অ॒গ্নয়॒: সম॑নসোঽন্ত॒রা দ্যাবা॑পৃথি॒বী ই॒মে । বাস॑ন্তিকাবৃ॒তূ অ॑ভি॒কল্প॑মানা॒ ইন্দ্র॑মিব দে॒বা অ॑ভি॒সংবি॑শন্তু॒ তয়া॑ দে॒বত॑য়াঽঙ্গির॒স্বদ্ ধ্রু॒বে সী॑দতম্ স্বাহা ॥২॥
ও৩ম্ মধু॒ বাতা॑ ঋতায়॒তে মধু॑ ক্ষরন্তি॒ সিন্ধ॑বঃ ।
মাধ্বী॑র্নঃ স॒ন্ত্বোষ॑ধীঃ স্বাহা ॥৩॥
ও৩ম্ মধু॒ নক্ত॑মু॒তোষসো॒ মধু॑ম॒ৎপার্থি॑ব॒ᳪং᳭ রজ॑: । মধু॒ দ্যৌর॑স্তু নঃ পি॒তা স্বাহা ॥৪॥
ও৩ম্ মধু॑মান্নো॒ বন॒স্পতি॒র্মধু॑মাং অস্তু॒ সূর্য॑: । মাধ্বী॒র্গাবো॑ ভবন্তু নঃ স্বাহা ॥৫॥ [ যজুর্বেদ ১৩।২৫,২৭-২৯]

পা॒ব॒কা নঃ॒ সর॑স্বতী॒ বাজে॑ভির্বা॒জিনী॑বতী ।
য॒জ্ঞং ব॑ষ্টু ধি॒য়াব॑সুঃ ॥ ঋগ্বেদ ১.৩.১০
চো॒দ॒য়ি॒ত্রী সূ॒নৃতা॑নাং॒ চেতন্॑তী সুমতী॒নাং ।
য॒জ্ঞং দ॑ধে॒ সর॑স্বতী ॥ ঋগ্বেদ ১.৩.১১
ম॒হো অর্ণঃ॒ সর॑স্বতী॒ প্র চে॑তয়তি কে॒তুনা॑ ।
ধিয়ো॒ বিশ্বা॒ বি রা॑জতি ॥ ঋগ্বেদ ১.৩.১২
যস্তে॒ স্তন॑: শশ॒য়ো যো ম॑য়ো॒ভূর্যেন॒ বিশ্বা॒ পুষ্য॑সি॒ বার্যা॑ণি ।
যো র॑ত্ন॒ধা ব॑সু॒বিদ্যঃ সু॒দত্র॒: সর॑স্বতি॒ তমি॒হ ধাত॑বে কঃ ॥ ঋগ্বেদ ১.১৬৪.৪৯
অম্বি॑তমে॒ নদী॑তমে॒ দেবি॑তমে॒ সর॑স্বতি ।
অ॒প্র॒শ॒স্তা ই॑ব স্মসি॒ প্রশ॑স্তিমম্ব নস্কৃধি ॥ ঋগ্বেদ ২.৪১.১৬
ত্বে বিশ্বা॑ সরস্বতি শ্রি॒তায়ূং॑ষি দে॒ব্যাম্ ।
শু॒নহো॑ত্রেষু মৎস্ব প্র॒জাং দে॑বি দিদিড্ঢি নঃ ॥ ঋগ্বেদ ২.৪১.১৭
ই॒মা ব্রহ্ম॑ সরস্বতি জু॒ষস্ব॑ বাজিনীবতি ।
যা তে॒ মন্ম॑ গৃৎসম॒দা ঋ॑তাবরি প্রি॒য়া দে॒বেষু॒ জুহ্ব॑তি ॥ ঋগ্বেদ ২.৪১.১৮
একা॑চেত॒ৎসর॑স্বতী ন॒দীনাং॒ শুচি॑র্য॒তী গি॒রিভ্য॒ আ স॑মু॒দ্রাৎ ।
রা॒য়শ্চেত॑ন্তী॒ ভুব॑নস্য॒ ভূরে॑র্ঘৃ॒তং পয়ো॑ দুদুহে॒ নাহু॑ষায় ॥ ঋগ্বেদ ৭.৯৫.২
আ নো॑ দি॒বো বৃ॑হ॒তঃ পর্ব॑তা॒দা সর॑স্বতী যজ॒তা গ॑ন্তু য॒জ্ঞম্ ।
হবং॑ দে॒বী জু॑জুষা॒ণা ঘৃ॒তাচী॑ শ॒গ্মাং নো॒ বাচ॑মুশ॒তী শৃ॑ণোতু ॥ ঋগ্বেদ ৫.৪৩.১১
পাবী॑রবী ক॒ন্যা॑ চি॒ত্রায়ু॒: সর॑স্বতী বী॒রপ॑ত্নী॒ ধিয়ং॑ ধাৎ ।
গ্নাভি॒রচ্ছি॑দ্রং শর॒ণং স॒জোষা॑ দুরা॒ধর্ষং॑ গৃণ॒তে শর্ম॑ যংসৎ ॥ ঋগ্বেদ ৬.৪৯.৭
ই॒য়ম॑দদাদ্রভ॒সমৃ॑ণ॒চ্যুতং॒ দিবো॑দাসং বধ্র্য॒শ্বায়॑ দা॒শুষে॑ ।
যা শশ্ব॑ন্তমাচ॒খাদা॑ব॒সং প॒ণিং তা তে॑ দা॒ত্রাণি॑ তবি॒ষা স॑রস্বতি ॥১
ই॒য়ং শুষ্মে॑ভির্বিস॒খা ই॑বারুজ॒ৎসানু॑ গিরী॒ণাং ত॑বি॒ষেভি॑রূ॒র্মিভিঃ॑ ।
পা॒রা॒ব॒ত॒ঘ্নীমব॑সে সুবৃ॒ক্তিভিঃ॒ সর॑স্বতী॒মা বি॑বাসেম ধী॒তিভিঃ॑ ॥২
সর॑স্বতি দেব॒নিদো॒ নি ব॑র্হয় প্র॒জাং বিশ্ব॑স্য॒ বৃস॑য়স্য মা॒য়িনঃ॑ ।
উ॒ত ক্ষি॒তিভ্যো॒ঽবনী॑রবিন্দো বি॒ষমে॑ভ্যো অস্রবো বাজিনীবতি ॥ ৩
প্র ণো॑ দে॒বী সর॑স্বতী॒ বাজে॑ভির্বা॒জিনী॑বতী ।
ধী॒নাম॑বি॒ত্র্য॑বতু ॥৪
যস্ত্বা॑ দেবি সরস্বত্যুপব্রূ॒তে ধনে॑ হি॒তে ।
ইন্দ্রং॒ ন বৃ॑ত্র॒তূর্যে॑ ॥ ৫
ত্বং দে॑বি সরস্ব॒ত্যবা॒ বাজে॑ষু বাজিনি ।
রদা॑ পূ॒ষেব॑ নঃ স॒নিম্ ॥ ৬
উ॒ত স্যা নঃ॒ সর॑স্বতী ঘো॒রা হির॑ণ্যবর্তনিঃ ।
বৃ॒ত্র॒ঘ্নী ব॑ষ্টি সুষ্টু॒তিম্ ॥ ৭
যস্যা॑ অন॒ন্তো অহ্রু॑তস্ত্বে॒ষশ্চ॑রি॒ষ্ণুর॑র্ণ॒বঃ ।
অম॒শ্চর॑তি॒ রোরু॑বৎ ॥৮
সা নো॒ বিশ্বা॒ অতি॒ দ্বিষঃ॒ স্বসৄ॑র॒ন্যা ঋ॒তাব॑রী ।
অত॒ন্নহে॑ব॒ সূর্যঃ॑ ॥ ৯
উ॒ত নঃ॑ প্রি॒য়া প্রি॒য়াসু॑ স॒প্তস্ব॑সা॒ সুজু॑ষ্টা ।
সর॑স্বতী॒ স্তোম্যা॑ ভূৎ ॥ ১০
আ॒প॒প্রুষী॒ পার্থি॑বান্যু॒রু রজো॑ অ॒ন্তরি॑ক্ষম্ ।
সর॑স্বতী নি॒দস্পা॑তু ॥ ১১
ত্রি॒ষ॒ধস্থা॑ স॒প্তধা॑তুঃ॒ পঞ্চ॑ জা॒তা ব॒র্ধয়॑ন্তী ।
বাজে॑বাজে॒ হব্যা॑ ভূৎ ॥ ১২
প্র যা ম॑হি॒ম্না ম॒হিনা॑সু॒ চেকি॑তে দ্যু॒ম্নেভি॑র॒ন্যা অ॒পসা॑ম॒পস্ত॑মা ।
রথ॑ ইব বৃহ॒তী বি॒ভ্বনে॑ কৃ॒তোপ॒স্তুত্যা॑ চিকি॒তুষা॒ সর॑স্বতী ॥১৩
সর॑স্বত্য॒ভি নো॑ নেষি॒ বস্যো॒ মাপ॑ স্ফরীঃ॒ পয়॑সা॒ মা ন॒ আ ধ॑ক্ ।
জু॒ষস্ব॑ নঃ স॒খ্যা বে॒শ্যা॑ চ॒ মা ত্বৎক্ষেত্রা॒ণ্যর॑ণানি গন্ম ॥ ঋগ্বেদ ৬.৬১.১-১৪
প্র ক্ষোদ॑সা॒ ধায়॑সা সস্র এ॒ষা সর॑স্বতী ধ॒রুণ॒মায়॑সী॒ পূঃ ।
প্র॒বাব॑ধানা র॒থ্যে॑ব যাতি॒ বিশ্বা॑ অ॒পো ম॑হি॒না সিন্ধু॑র॒ন্যাঃ ॥১
একা॑চেত॒ৎসর॑স্বতী ন॒দীনাং॒ শুচি॑র্য॒তী গি॒রিভ্য॒ আ স॑মু॒দ্রাৎ ।
রা॒য়শ্চেত॑ন্তী॒ ভুব॑নস্য॒ ভূরে॑র্ঘৃ॒তং পয়ো॑ দুদুহে॒ নাহু॑ষায় ॥২
স বা॑বৃধে॒ নর্যো॒ যোষ॑ণাসু॒ বৃষা॒ শিশু॑র্বৃষ॒ভো য॒জ্ঞিয়া॑সু ।
স বা॒জিনং॑ ম॒ঘব॑দ্ভ্যো দধাতি॒ বি সা॒তয়ে॑ ত॒ন্বং॑ মামৃজীত ॥৩
উ॒ত স্যা নঃ॒ সর॑স্বতী জুষা॒ণোপ॑ শ্রবৎসু॒ভগা॑ য॒জ্ণে অ॒স্মিন্ ।
মি॒তজ্ঞু॑ভির্নম॒স্যৈ॑রিয়া॒না রা॒য়া যু॒জা চি॒দুত্ত॑রা॒ সখি॑ভ্যঃ ॥৪
ই॒মা জুহ্বা॑না যু॒ষ্মদা নমো॑ভিঃ॒ প্রতি॒ স্তোমং॑ সরস্বতি জুষস্ব ।
তব॒ শর্ম॑ন্প্রি॒য়ত॑মে॒ দধা॑না॒ উপ॑ স্থেয়াম শর॒ণং ন বৃ॒ক্ষম্ ॥ ৫
অ॒য়মু॑ তে সরস্বতি॒ বসি॑ষ্ঠো॒ দ্বারা॑বৃ॒তস্য॑ সুভগে॒ ব্যা॑বঃ ।
বর্ধ॑ শুভ্রে স্তুব॒তে রা॑সি॒ বাজা॑ন্যূ॒য়ং পা॑ত স্ব॒স্তিভিঃ॒ সদা॑ নঃ ॥ ঋগ্বেদ ৭.৯৫.১-৬
বৃ॒হদু॑ গায়িষে॒ বচো॑ঽসু॒র্যা॑ ন॒দীনা॑ম্ ।
সর॑স্বতী॒মিন্ম॑হয়া সুবৃ॒ক্তিভিঃ॒ স্তোমৈ॑র্বসিষ্ঠ॒ রোদ॑সী ॥ ১
উ॒ভে যত্তে॑ মহি॒না শু॑ভ্রে॒ অন্ধ॑সী অধিক্ষি॒য়ন্তি॑ পূ॒রবঃ॑ ।
সা নো॑ বোধ্যবি॒ত্রী ম॒রুৎস॑খা॒ চোদ॒ রাধো॑ ম॒ঘোনা॑ম্ ॥ ২
ভ॒দ্রমিদ্ভ॒দ্রা কৃ॑ণব॒ৎসর॑স্ব॒ত্যক॑বারী চেততি বা॒জিনী॑বতী ।
গৃ॒ণা॒না জ॑মদগ্নি॒বৎস্তু॑বা॒না চ॑ বসিষ্ঠ॒বৎ ॥ঋগ্বেদ ৭.৯৬.১-৩
সর॑স্বতীং দেব॒য়ন্তো॑ হবন্তে॒ সর॑স্বতীমধ্ব॒রে তা॒য়মা॑নে ।
সর॑স্বতীং সু॒কৃতো॑ অহ্বয়ন্ত॒ সর॑স্বতী দা॒শুষে॒ বার্যং॑ দাৎ ॥ ৭
সর॑স্বতি॒ যা স॒রথং॑ য॒য়াথ॑ স্ব॒ধাভি॑র্দেবি পি॒তৃভি॒র্মদ॑ন্তী ।
আ॒সদ্যা॒স্মিন্ব॒র্হিষি॑ মাদয়স্বানমী॒বা ইষ॒ আ ধে॑হ্য॒স্মে ॥ ৮
সর॑স্বতীং॒ যাং পি॒তরো॒ হব॑ন্তে দক্ষি॒ণা য॒জ্ঞম॑ভি॒নক্ষ॑মাণাঃ ।
স॒হ॒স্রা॒র্ঘমি॒ল়ো অত্র॑ ভা॒গং রা॒য়স্পোষং॒ যজ॑মানেষু ধেহি ॥ ঋগ্বেদ ১০.১৭.৭-৯
অবি॒র্ন মে॒ষো ন॒সি বী॒র্যা॒য় প্রা॒ণস্য॒ পন্থা॑ অ॒মৃতো॒ গ্রহা॑ভ্যাম্ ।
সর॑স্বত্যুপ॒বাকৈ॑র্ব্যা॒নং নস্যা॑নি ব॒র্হির্বদ॑রৈর্জজান ॥ যজুর্বেদ ১৯.৯০
পঞ্চ॑ ন॒দ্যঃ সর॑স্বতী॒মপি॑য়ন্তি॒ সস্রো॑তসঃ ।
সর॑স্বতী॒ তু প॑ঞ্চ॒ধা সো দে॒শেঽভ॑বৎস॒রিৎ ॥ যজুর্বেদ ৩৪.১১
সর॑স্বতী॒মনু॑মতিং॒ ভগং॒ যন্তো॑ হবামহে।
বাচং জু॒ষ্টাং মধু॑মতীমবাদিষং দে॒বানাং॑ দে॒বহূ॑তিষু ॥ অথর্ববেদ ৫.৭.৪
যং যাচা॑ম্য॒হং বা॒চা সর॑স্বত্যা মনো॒য়ুজা॑।
শ্র॒দ্ধা তম॒দ্য বি॑ন্দতু দ॒ত্তা সোমে॑ন ব॒ভ্রুণা॑ ॥ অথর্ববেদ ৫.৭.৫
অ॑পা॒নায়॑ ব্যা॒নায়॑ প্রা॒ণায়॒ ভূরি॑ধায়সে।
সর॑স্বত্যা উরু॒ব্যচে॑ বি॒ধেম॑ হ॒বিষা॑ ব॒য়ম্ ॥ অথর্ববেদ ৬.৪১.২
ও৩ম্ শান্তি শান্তি শান্তি
© বাংলাদেশ অগ্নিবীর