দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







প্রতিদিনকার জীবনযাপনের কিছু গুরুত্বপূর্ণ কুশলাদির সংস্কৃত রূপ

সত্যান্বেষী
0

প্রতিদিনকার জীবনযাপনের কিছু গুরুত্বপূর্ণ কুশলাদির সংস্কৃত রূপ
Welcome(স্বাগতম)
Hello(Namaste, Namaskar)
কেমন আছ/আছেন?
কথামস্তি ভবান(ছেলেদের ক্ষেত্রে)
কথামস্তি ভবতী(মেয়েদের ক্ষেত্রে)
ভাল আছি(অহং কুশলী)
অনেক দিন দেখা হয়না/Long time no see(চিরান্ন
দৃষ্টম)
তোমার নাম কি?
(ত্বব নাম কিম্)
আমার নাম শঙ্কর
(অহং নাম শঙ্কর)
আমি বাংলাদেশ/ভারত থেকে/I am from
Bangladesh
ভবান কুত্রত্যঃ(ছেলেদের ক্ষেত্রে)
ভবতী কুত্রত্যঃ(মেয়েদের ক্ষেত্রে)
দেখা হয়ে ভাল লাগল/Pleased to meet you
ভবতা(ছেলেদের ক্ষেত্রে)/ভবত্যাঃ
(মেয়েদের ক্ষেত্রে) সহ সংয়োগ
সন্তোষকরঃ
শুভ সকাল(সুপ্রভাতম্)
শুভ রাত্রি(শুভ রাত্রি)
আবার দেখা হবে(পুনর্মিলহ)
শুভস্তে পন্থানং সন্তু
(তোমার যাত্রা শুভ হোক)
তোমার সৌভাগ্য কামনা করি
(সৌভাগ্যম)
তোমার শুভকামনা করি
(শুভমস্তু)
তোমার দিন শুভ হোক
(সুদিনমস্তু)
তোমার আহার শুভ হোক
(ভোজনং স্বাধীষ্ঠমস্তু)
তোমার যাত্রা শুভ হোক
(শুভযাত্রা)
আমি জানিনা
(ন জানামি)
দয়া করে একটু ধীরে বলুন
(কৃপয়া ইতোঃপি মন্দম বদতু)
দয়া করে আরেকবার বলুন
(কৃপয়া পুনর্বদতু ভবান্)
দয়া করে লিখে দিন/লিখুন
(কৃপয়া লিখতু ভবান্)
দুঃখিত/Excuse me/sorry
(কৃপয়া ক্ষম্যতাম)
এর দাম কত?
(কিয়ত)
Please(কৃপয়া)
Thank you(ধন্যবাদাঃ)
তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ
(তুর্ণমারোগ্যমস্তু)
শুভ জন্মদিন (জন্মদিনশুভেচ্ছাঃ)
I love you
(ত্বামনুরজামি)
ওঁ শান্তি শান্তি শান্তি

Post a Comment

0Comments
Post a Comment (0)