অগ্নিহোত্রে স্রুবা কীভাবে ধরব ?
❝ ঘৃতপাত্র থেকে স্রুবা পূর্ণ করে অঙ্গুষ্ঠ, মধ্যমা ও অনামিকা দ্বারা স্রুবা ধারণপূর্বক...❞
[সংস্কারবিধিঃ, সামান্যপ্রকরণম্]
প্রশ্ন আসতে পারে এই ৩টি আঙুল নির্দিষ্ট করে দেওয়া হলো কেন ? আবার কেনই বা তর্জনী (Index finger বা Pointer finger) বাদ দেওয়া হলো ?
কর্মকাণ্ডে যে তিনটি আঙুল — অঙ্গুষ্ঠ (Thumb - বুড়ো আঙুল), মধ্যমা (Middle finger) এবং অনামিকা (Ring finger) প্রধানত ব্যবহার করা হয়, তা শুধুমাত্র শারীরিক ক্রিয়ার চিহ্ন নয়, বরং গভীর আধ্যাত্মিক অনুভূতি ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে। এই আঙুল ৩টি 'সম্পর্ক' বা 'সংযোগ'-এর প্রতীক। যখন আমরা কোনও কাজ বা পূজা আধ্যাত্মিক উদ্দেশ্যে করি, তখন এই আঙুলগুলো আমাদের অন্তরের অনুভূতি, ভক্তি এবং প্রেমের প্রকাশ।
তিলক পরানো বা মালা দিয়ে জপ করার সময় এই তিনটি আঙুলের ব্যবহার, সেই কর্মের গভীরতা ও সত্তাকে প্রতিফলিত করে। যদিও আমাদের মতে, মালা দিয়ে জপ করা উচিত নয়, কারণ পরমাত্মার সঙ্গে কোনও রকম হিসাব-নিকাশ করা ঠিক নয়। পাশাপাশি পরমাত্মাকে ডাকতে হবে নির্বিষয় হয়ে অর্থাৎ অন্য কোনোদিকে যেন মন না যায়, মালায় জপে মন জপের দিকেও নিবিষ্ট থাকে।
যজ্ঞ, যেটি 'যজ্ঞো বৈ শ্রেষ্ঠতমং কর্ম যজ্ঞায় হি তস্মাদাহ শ্রেষ্ঠতমায় কর্মণ ইতি [শতপথ ব্রাহ্মণ ১।৭।১।৫] অর্থাৎ 'সর্বোত্তম কর্ম' হিসেবে চিহ্নিত, তা এক গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রতীক। এই কর্ম করা হয় ভয়ে বা কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং একান্তভাবে নিজের ইচ্ছা, বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি এবং প্রেমের মাধ্যমে। এখানে কী কেউ আমাকে ধমকাচ্ছে বা ভয় দেখাচ্ছে ? না, তাই যখন এই কাজটি আমরা নিজেদের মন থেকে করি, তখন আমাদের তর্জনী আঙুল সরিয়ে দিয়ে মধ্যমা ও অঙ্গুষ্ঠকে একত্রিত করি। এর মানে হলো এই যজ্ঞটি কোনো ব্যক্তি বিশেষের নাম বা খ্যাতি অর্জনের জন্য নয়, বরং এটি একটি দৈনন্দিন কর্তব্য হিসেবে করা হয়, যার মধ্যে কোনো বাহ্যিক প্রশংসা বা পরিচিতির প্রয়োজন নেই। আমরা কোনো ছোট কাজ করছি না, শ্রেষ্ঠ কাজ করছি। তাই এখানে শাসন আমরা কাকে করব? বরং সবাইকে একই পরিবারের অংশ ভেবে যজ্ঞে আসতে বলব।
এজন্য তখন আমরা অনামিকার সাথে মধ্যমাকে যুক্ত করবো। অর্থাৎ নিজের নাম-যশ যা কিছু আছে সেসবের মোহ ত্যাগ করে ভগবৎ শরণে নিজেকে সমর্পিত করব। আর 'অঙ্গুলিয়ামঙ্গুলিয়াং তিষ্ঠতীত্যঙ্গুষ্ঠঃ' অর্থাৎ অঙ্গুষ্ঠ বা বুড়ো আঙুল ছাড়া কোনো কিছু ধরাটাও সম্ভব না সহজে। তাই এই আঙুল মধ্যমা ও অনামিকার সাথে মিলিত হয়ে আমাদের ঐক্যের শিক্ষা প্রদান করে।
© বাংলাদেশ অগ্নিবীর