বেদ ও সনাতন ধর্মই দিয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান ৷ বৈদিক সনাতন ধর্মে নারী পুরুষের মর্যাদা সমান ৷ যা অন্য যেকোন ধর্মে দেওয়া হয়নি ৷
কারণ, কেবল বেদানুসারীরাই বলে থাকে মানুষ হও ৷ অন্য ধর্মের ব্যাক্তিত্বরা নিজেদের মতের অনুসারী হওয়ার জন্য তাগাদা দেয়, চাপ করে ৷ কিন্তু বেদানুসারীরা সর্বদা মানুষ হতে বলে ৷ যুক্তি ও তর্কের আধারে সিদ্ধান্ত নেয় ৷ বিজ্ঞানকে অন্ধবিশ্বাসের দ্বারা মিথ্যা বলেনা ৷ বরঞ্চ বিজ্ঞান বিরুদ্ধ প্রোপাগান্ডাগুলোর বিরুদ্ধতা করে ৷ স্রেফ বিশ্বাসের জোড়ে ধর্মকর্ম করেনা ৷ কারণ, সনাতনে ধর্ম যুক্তিতর্ক বিজ্ঞানসম্মতে মানার নির্দেষ আছে ৷ আর বৈদিক সনাতনে কোন ভুল নেই ৷