কেন শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম? কেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ? কারন তিনি এমন সব দৃষ্টান্ত তাঁর জীবনে কর্মের মাধ্যমে স্থাপন করেছেন যা আর কেউ করতে পারেন নি।উদাহরণস্বরূপ বলা যায় বর্তমান বিশ্বে নারীর পোষাক নিয়ে ধর্মান্ধদের মধ্যে অনেক কোলাহল শোনা যায়।অসদচরিত্রের লোকেরা নিজেদের চরিত্র দোষে নারীর অসম্মান করে কিন্তু দোষ দেয় নারীর পোষাকের।পৃথিবীর যত প্রান্তের যত ধর্মগুরু নামে পরিচিত ব্যাক্তি ছিলেন সবাই পুরুষের চরিত্রকে দমন না করে নারীকে দমন করতে চেয়েছেন পোশাকের মাধ্যমে,তাকে ঘরের বাইরে বেরোতে দেন নি তারা,বঞ্চিত করেছেন শিক্ষার আলো থেকে,সকল সুযোগ সুবিধা থেকে। আর শ্রী রামচন্দ্র কি করেছেন? যে সময়কালে তিনি জন্ম নিয়েছিলেন তখন পুর নারীরা সকলের সামনে আসতেন না,সম্ভ্রান্ত রানী বা রাজকন্যারা তো নয় ই
।আর যখন লংকা যুদ্ধ জয়ের শেষে মা সীতা রামের সাথে দেখা করতে আসছেন তখন হনুমান জিজ্ঞেস করলেন সবার সামনে মা সীতা দেখা করতে আসবেন কিনা। তখন শ্রীরাম কি বললেন?
ন গৃহাণি ন বস্ত্রাণি ন প্রাকারাস্তুিরস্ক্রিয়া।
নৈদ্দৃশ্য রাজসৎকারা বৃত্তমাবরণং স্ত্রিয়া।।
(বাল্মিকী রামায়ণ ৬.১১৪.২৭)
অনুবাদ- গৃহদ্বারা নয়,পোশাক নয়,কোনোপ্রকার আবদ্ধ দেয়ালে লোকচক্ষু থেকে আবৃত থাকা নয়,নয় কোন রাজ আভিজাত্য ,চরিত্র ই একজন নারীর প্রকৃত আবরণ।
তিনি শত শত বছর ধরে চলে আসা পুরুষতান্ত্রিকতাকে ছিন্ন করে দিলেন এক নিমেষে।বুঝিয়ে দিলেন মা সীতার পবিত্র চরিত্র ই তাঁর আবরণ, জনসম্মুখে তিনি আসতেই পারেন।আর আমরা হিন্দুরা এই মহামানবকে নিয়ে কাল্পনিক অগ্নিপরীক্ষার গল্প বানিয়ে তাঁর চরিত্রকে নারীবিরোধী করে উপন্যাস হিট করার চেষ্টা করলাম যে অগ্নিপরীক্ষার ঘটনা মূল রামায়ণে নেই ই!এই স্বভাবের ফলেই হিন্দুসমাজের এই অধঃপতন।সত্য নয়,আজকের হিন্দুদের উদ্দেশ্য জনপ্রিয় হওয়া সিরিয়ালের উদ্ভট কাহিনী বানিয়ে।
জয় শ্রীরাম
লেখসত্ত্ব- বাংলাদেশ অগ্নিবীর
দাদা রেফারেন্স টা দেওয়া যাবে??
ReplyDeleteদেয়াই আছে রেফারেন্স দেখুন
Deleteশরীরিরের কোনো অংশ পর পুরুষ কে দেখালে এটা পাপ নয়? অনেকেই দেখি শাড়ি পরে বাট অনেক অংশ দেখা যায়।
ReplyDeleteজয় শ্রী রাম..❣️
ReplyDeleteচরিত্রই মহিলাদের প্রকৃত আবরণ,,অনেকে বলতেছেন তাইলে কি অসভ্যতা করা যাবে (ছোট কাপড়/শরীরের অংশ দেখা যায়) । নাহ্ কারণ চরিত্র ভালো রাখতে হলে অসভ্যতা,খারাপ জিনিস ত্যাগ করতে হয়
এটার উল্লেখ আছে, ঋগবেদ, অধ্যায় নাম্বার ৮ , অনুচ্ছেদের ৩৩, পরিচ্ছেদ ১৯, বলা হয়েছেঃ-
ReplyDeleteযেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো । এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়। ]]
এটার উল্লেখ আছে ঋগবেদ, গ্রন্থ নম্বার ১০, অনুচ্ছেদ ৮৫, পরিচ্ছেদ ৩০ বলে হয়েছেঃ-
[[ সেই লোক কে কেউ পছন্দ করেনা যে তার নিজের স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ডেকে রাখে। অর্থাৎ কোন মানুষ তার বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা নিশিদ্ধ।]]
এটার উল্লেখ আছে মহাবীর চরিত্রের অধ্যায় নাম্বার ২, পৃষ্ঠা নাম্বার ৭১, বলা হয়েছেঃ-
[[ রাম বলছেন, যখন পরশুরাম আসলেন তখন তার স্ত্রীকে শীতা কে বললেন উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ডাক। ]]
তুই কে রে বাড়া ? ভুলভাল রেফারেন্স দিস আর মনগড়া গল্পঃ বলতেছিস ।
Deleteসীতা বানান ভুল,বেদে ব্রহ্মা নারী সৃষ্টি করছে এটা কই পাইলি বাকি রেফারেন্স তো দূরের কথা।বেদ সম্পর্কে সাধারন জ্ঞ্যান নেই আর রেফারেন্স ও দিচ্ছিস আবুলের মতো । শালা বকাচুদা ��
বোকাচোদা মোল্লা গান্ডু গুলা এখানে এসেও পিস্লাম নামের ভাইরাসের আবর্জনা ছড়াচ্ছে
Deleteএটার উল্লেখ আছে, ঋগবেদ, অধ্যায় নাম্বার ৮ , অনুচ্ছেদের ৩৩, পরিচ্ছেদ ১৯, বলা হয়েছেঃ-
ReplyDeleteযেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে, উপরে নয় নিজেদের পা সামলে রাখো । এমন পোষাক পড়ো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায়। ]]
এটার উল্লেখ আছে ঋগবেদ, গ্রন্থ নম্বার ১০, অনুচ্ছেদ ৮৫, পরিচ্ছেদ ৩০ বলে হয়েছেঃ-
[[ সেই লোক কে কেউ পছন্দ করেনা যে তার নিজের স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ডেকে রাখে। অর্থাৎ কোন মানুষ তার বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা নিশিদ্ধ।]]
এটার উল্লেখ আছে মহাবীর চরিত্রের অধ্যায় নাম্বার ২, পৃষ্ঠা নাম্বার ৭১, বলা হয়েছেঃ-
[[ রাম বলছেন, যখন পরশুরাম আসলেন তখন তার স্ত্রীকে শীতা কে বললেন উনি আমাদের গুরুজন তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ডাক। ]]
আরে উদগান্ডু, ছাগলের তিন নাম্বার বাচ্ছা..
Deleteবেদ কোনো নেশাখোরদের লিখিত বই নয় যে এসব বালছাল লেখা থাকবে যে তোমরা পর্দা করো,তোমরা পুরুষের জমি,যেমন ইচ্ছা ইউজ কর।অনার্যদের কতল কর।।
বেদ স্বয়ং ঈশ্বরের হতে প্রাপ্ত,এটাতে জোর জবরদস্তি অমানবিক অথবা বিভাজনের কিছু নেই। ভালো থাকার জন্য ,ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে নির্দেশ দেওয়া আছে।বর্ধিত ছাগলের প্রলাপ এখানে নেই।তাই সবজায়গায় আবাল গিরি করিস না
বোকাচোদা মোল্লা গান্ডু গুলা এখানে এসেও পিস্লাম নামের ভাইরাসের আবর্জনা ছড়াচ্ছে
Delete