সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হলেন শ্রীরামচন্দ্র। তাঁকে আমরা সবাই মর্যাদা পুরুষোত্তম বলেই জানি। কারণ তিনি ৭ টি মর্যাদা সম্পূর্ণভাবে ধারণ ও পালন করেছিলেন।
পবিত্র বেদে বলা আছেঃ
কবয়স্ততক্ষুস্তাসামেকামিদভ্যংহুরো গাত।
আযোর্হ স্কম্ভ উপমস্য নীলে পথাম বিসর্গে ধরুনেষু তস্থৈ।।
ঋগবেদ ১০.৫.৬
"সপ্ত হল সেই মর্যাদাসমূহ যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করে দেয়।যে এই নিষেধগুলোর একটিও লঙ্ঘন করে তবে সে পাপী হয়।পরমাত্মা এই মহাবিশ্বের ভিত্তি এবং মানবতার ধারক।যে সমস্ত জীবন এই নিষেধগুলো মেনে চলে সে তার সর্বোচ্চ লক্ষে উপনীত হয়।“
কী সেই সপ্ত মহাপরাধসমূহ ?
মহর্ষি যাস্ক তাঁর নিরুক্ত ৬.২৭ এ বর্ননা করেছেন, "চুরি,অশ্লীলতা ও ব্যভিচার,হত্যা,ভ্রুননিধন,অগ্নিসংযোগ,নেশা/ মদ্যপান,অসততা।" বর্তমান হিন্দুদের দুরাবস্থা দূর করতে শ্রীরাম এর আদর্শকে ধারণ ছাড়া আর কোন উপায় নেই। আর শ্রীরামের আদর্শ পবিত্র বেদ এর উপর আধারিত। আসুন, বেদ পড়ি, জানি এবং অন্যকে জানাই। আপনিও যদি আমাদের সাথে যোগ দিতে চান, হতে চান একজন আর্য তাহলে যোগাযোগ করুনঃ www.agniveerbangla.org
www.facebook.com/vedatheinfalliblewordofgod www.back2thevedas.blogspot.com