দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







বেদে আল্লাহ নাম ও এক হাস্যকর দাবীর সত্যতা উন্মোচন

অমৃতস্য পুত্রা
0

প্রায় বেশকিছু সময ধরে কতিপয় ব্যক্তিবর্গ নিজের ধর্মগ্রন্থের সত্যতা প্রকাশ করতে হিন্দুধর্ম বা সনাতনধর্মের প্রধান ও ঈশ্বরের জ্ঞান বেদের উপড় প্রহার চালিয়েছে ৷ তারা নিজেদের অজ্ঞতা ঢাকতে ও বেদের মহীমাকে কাজে লাগিয়ে নিজেদের তথাকথিত শাস্ত্রকে প্রচারের উদ্দেশ্যে বেদের ব্যাপারে নানারকম কুরুচিসম্পন্ন মন্তব্য ও লাঞ্ছন লাগিয়েছে | সর্বভারতীয় ও বিশ্ব আর্যসমাজের প্রতিনিধিরা তাদের যথোপযুক্ত শিক্ষা দিয়ে তাদের দাবি ও মিথ্যাচারকে সবার সামনে তুলে ধরেছেন ৷ দয়ানন্দ সরস্বতীর আদর্শে অনুপ্রাণিত ও বেদ জ্ঞানের মহীমার দ্বাররক্ষী হিসেবে বাংলাদেশ অগ্নিবীরও জাকির নায়েকের নত ভন্ডদের অপপ্রচার ও কুযুক্তিকে খন্ডন করে সমাজের অপশক্তিতে পরাস্ত করতে সক্ষম হয়েছে ৷ যা সত্যই আনন্দদায়ক ও সত্য প্রকাশে নির্ভীক সৈনিকদের বিরাট সাফল্য ৷ অপপ্রচার ও সত্যতা বিষয়ে অনেক আর্টিকেল আমাদের সাইটে বর্তমান আছে ৷ অধিক জানতে ভিজিট করুন আমাদের সাইট ৷ শাস্ত্র পড়ো, জবাব দাও, গুড়িয়ে দাও মিথ্যের আশ্রয়ে অপবাদ রটানো সব বর্বরের ভীত ৷ এসো বৈদিক সত্য সনাতন পথে, গাও মহান আর্যগীত ৷
"মনুর্ভব জনয়া দৈবং জনম"
ঋগ্বেদ (১০/৫৩/৬)
সরলার্থ: প্রকৃত মানুষ হও অন্যকেও প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোল ৷

বাংলাদেশ অগ্নিবীরের সাইটগুলো
১. অগ্নিবীর বাংলা - লিংক: http://www.agniveerbangla.org/
২. ব্যাক টু দ্য বেদাস লিংক: http://back2thevedas.blogspot.com/?m=1
৩. ফেসবুক পেজ - লিংক: https://m.facebook.com/VEDAtheinfalli...

বেদ ও সনাতন ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।

Post a Comment

0Comments
Post a Comment (0)