দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







বিজ্ঞানীদের চোখে ঈশ্বর

অমৃতস্য পুত্রা
1

আজকাল প্রায়সই শোনা যায় যে বিজ্ঞান ও ঈশ্বর একে অপরের বিপরীত ৷ বিজ্ঞানে বিশ্বাস রাখলে ঈশ্বরে বিশ্বাস হারাতে হবে, কারণ বিজ্ঞান ঈশ্বরকে মানে না ৷
এ বিষয়ে যারা কথা বলেন, তারা সকল বড় বড় খ্যাতনামা বিজ্ঞানীদের চোখের সামনে তুলে ধরার প্রয়াস করে থাকেন ৷ মাঝে মাঝেই বড়ই অবাক হই ৷ বহু এরকম পন্ডিতমানুষ আছেন, যারা বিজ্ঞানের দারস্থ হয়ে ঈশ্বরের অস্তিত্বের বিরোধ করে থাকেন ৷ তারা এক্ষেত্রে নিজেদের মতকে সিদ্ধ করতে বিজ্ঞানীদের নামে কুৎসা রটাতেও দ্বিধা করেন না ৷ চলুন আজ জেনে নেই, সেসব অল্পজ্ঞ ব্যাক্তিদের যুক্তির দম কতটুকু ৷ আর মহান বিজ্ঞানের মূলস্তম্ভের বিজ্ঞানীগণ ঈশ্বরের সম্পর্কে কি বিচার রেখেছেন ৷

বাংলাদেশ অগ্নিবীরের সাইটগুলো
১. অগ্নিবীর বাংলা - লিংক: http://www.agniveerbangla.org/
২. ব্যাক টু দ্য বেদাস লিংক: http://back2thevedas.blogspot.com/?m=1
৩. ফেসবুক পেজ - লিংক: https://m.facebook.com/VEDAtheinfalli...

 বেদ ও সনাতন ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ৷

Post a Comment

1Comments
  1. Ajita keshakambaly 2December 2, 2019 at 2:49 AM

    First of all, learn to pronounce words, then make videos.

    You have given many scientist's quotations, but where are the sources?

    ReplyDelete
Post a Comment