আজকাল প্রায়সই শোনা যায় যে বিজ্ঞান ও ঈশ্বর একে অপরের বিপরীত ৷ বিজ্ঞানে বিশ্বাস রাখলে ঈশ্বরে বিশ্বাস হারাতে হবে, কারণ বিজ্ঞান ঈশ্বরকে মানে না ৷
এ বিষয়ে যারা কথা বলেন, তারা সকল বড় বড় খ্যাতনামা বিজ্ঞানীদের চোখের সামনে তুলে ধরার প্রয়াস করে থাকেন ৷ মাঝে মাঝেই বড়ই অবাক হই ৷ বহু এরকম পন্ডিতমানুষ আছেন, যারা বিজ্ঞানের দারস্থ হয়ে ঈশ্বরের অস্তিত্বের বিরোধ করে থাকেন ৷ তারা এক্ষেত্রে নিজেদের মতকে সিদ্ধ করতে বিজ্ঞানীদের নামে কুৎসা রটাতেও দ্বিধা করেন না ৷ চলুন আজ জেনে নেই, সেসব অল্পজ্ঞ ব্যাক্তিদের যুক্তির দম কতটুকু ৷ আর মহান বিজ্ঞানের মূলস্তম্ভের বিজ্ঞানীগণ ঈশ্বরের সম্পর্কে কি বিচার রেখেছেন ৷
বাংলাদেশ অগ্নিবীরের সাইটগুলো
১. অগ্নিবীর বাংলা - লিংক: http://www.agniveerbangla.org/
২. ব্যাক টু দ্য বেদাস লিংক: http://back2thevedas.blogspot.com/?m=1
৩. ফেসবুক পেজ - লিংক: https://m.facebook.com/VEDAtheinfalli...
বেদ ও সনাতন ধর্মবিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ৷
First of all, learn to pronounce words, then make videos.
ReplyDeleteYou have given many scientist's quotations, but where are the sources?