উপনয়নের পূর্বে পালনীয় বিধি
১। উপনয়নের ৩ দিন বা ১ দিন আগে ব্রতপালন করতে হবে ।
২। উক্ত ব্রত পালনের সময় আহার্য হবে সম্পূর্ণ সাত্ত্বিক । অর্থাৎ মৎস্য-মাংস - পেঁয়াজরসুন রহিত
৩।
উপনয়নের দিন সকালে বা আগে অবশ্যই ক্ষৌরকর্ম করতে হবে । যদি উপনয়ন
গ্রহণকারী শিশু হয় তবে চুল - নখ কাটতে হবে । যদি বয়স বেশী হয় বা উপনয়ন
কেউ আগে না নিয়ে থাকে তারা চুল -দাড়ি কেটে আসবে । যারা শিখা রাখবেন তারা
আগে থেকে সেভাবেই চুল কেটে আসবেন ।
৪।
উপনয়নের আগে বেশ কিছুটা সময় অভুক্ত অবস্থায় থাকতে হয় । এই সময়ে তারা
সামান্য আহার করে নিতে পারে যেন পরবর্তীতে মনসংযোগে ব্যাঘাত না ঘটে । এসময়
লবণ- ঝাল জাতীয় খাদ্যাদি পরিহার করতে হবে । মিষ্টান্নজাতীয় খাদ্যগ্রহণ
মহর্ষি দয়ানন্দ সরস্বতী বিহিত করেছেন ।
৫। উপনয়নে ছেলেদের উন্মুক্ত গাত্রে যজ্ঞোপবীত ধারণ করতে হবে । এজন্য চাদর বা উত্তরীয় আবরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে ।
৬। ছেলেদের পরিধেয় বস্ত্র অবশ্যই ধুতি হবে নিম্নাংশে । বিনা সেলাইয়ের পড়া শ্রেয় । উগ্র প্রসাধনী পরিত্যাজ্য । মেয়েদের জন্য সাধারণ বিধি একই , বস্ত্রের বেলাতে শ্বেত শাড়ি, একান্তই না হলে হালকা বর্ণের শাড়ি । বস্ত্র ছেলে ও মেয়ের নতুন হওয়া উচিত, নাহলে অবশ্যই ধৌত কৃত হবে ।
৭।
উপনীতের শুদ্ধ সাত্ত্বিকহারী হওয়া বাঞ্ছনীয় ও বাধ্যতামূলক । বেদাদিতে
প্রদত্ত নিষিদ্ধ আহার, ধূম্রপান, সপ্ত মর্যাদার উলঙ্ঘন ইত্যাদি আসক্ত
ব্যক্তি উপনয়ন গ্রহণের যোগ্য নয় ।
৮। যারা কিন্তু নির্ধারিত বয়সের পরে উপনয়ন গ্রহণ করছেন তারা পূর্বদিন সংযম পালন করবেন অবশ্যই ।
৯। নির্ধারিত বয়সের পরে যারা উপনয়ন নিচ্ছেন তারা প্রায়শ্চিত্ত স্বরূপ পূর্ব ৩ দিন প্রত্যহ গায়ত্রী মন্ত্র জপ করবেন ।
- শ্রাবণী উপাকর্ম -
উপনয়ন সংস্কার পরবর্তী পালনীয় বিধি 
অনেকেই জানতে ইচ্ছুক বা দ্বিধায় আছেন যে উপনয়নের পরে নিত্য কর্তব্য কি । তা পয়েন্ট আকারে নিচে দেওয়া হল -











- সপ্তমর্যাদা - https://www.agniveerbangla.org/2018/03/blog-post_44.htmlমাংসাহার কি নিষিদ্ধ - https://www.agniveerbangla.org/2020/07/blog-post_30.htmlযজ্ঞ ও পঞ্চমহাযজ্ঞ - http://back2thevedas.blogspot.com/2022/10/blog-post_31.html