দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







ভজন, কীর্তন ও স্তোত্র বাদ্যযন্ত্র সহকারে গান হিসেবে গীত করার বৈদিক নির্দেশনা আছে কি ❓

সত্যান্বেষী
0

 


 

প্রশ্নঃ ভজন, কীর্তন ও স্তোত্র বাদ্যযন্ত্র সহকারে গান হিসেবে গীত করার বৈদিক নির্দেশনা আছে কি ❓

উত্তরঃ হ্যাঁ রয়েছে । যজুর্বেদে [ ৩০।২০ ] গানের জন্য বীণাবাদকের উল্লেখ পাওয়া যায় । ঐতরেয় আরণ্যকে [ ৩।২।৫ ] শিরস্, উদর , অম্ভণ, তন্ত্র / তন্তু বা তন্তি, সাধন কোণ, বাদন ইত্যাদি অংশের উল্লেখ আমরা পাই । ঋগ্বেদ [১।৮৫।১০] ও অথর্ববেদ [১০।৩২।৪] এ বীণার একটি বিশেষ প্রকার 'বাণ' এর উল্লেখ পাওয়া যায়৷ কাঠক সংহিতায় [৩৪।৫] একে শততন্তু বা শততন্ত্রীও বলা হয়েছে । অর্থাৎ এর তার সংখ্যা ছিলো ১০০ । ঢোল আদিকে দুন্দুভি বলা হয় । বেদে ঋ০ ১।২৮।৫, অথর্ব০ ৬।১২৬।১-৩ এ দুন্দুভির উল্লেখ পাওয়া যায় । অথর্ববেদ অনুযায়ী [৬।১২৬।৩ ] যুদ্ধক্ষেত্রে দুন্দুভি বাজানো হয় । সৈন্যদের উৎসাহ বর্ধনের জন্যই এরূপ করা হতো । আরো যেসব বাদ্যযন্ত্রের উল্লেখ আমরা বেদে পাই তা নিম্নরূপ - 


  • তূণব [ বাঁশী ] = [কা০ সং০ ২৩।৪] 
  • যে বাজাতো তাকে তূণবধ্ম [যজু০ ৩০।১৯ ] বলা হয়
  • শঙ্খ = যে বাজায় তাকে বলা হয় শঙ্খধ্ম । [যজু০ ৩০।১৯ ]
  • আড়ম্বর [ বড় ঢোল ] =[ যজু০ ৩০।১৯ ]
  • বাণীচী = বাঁশির মত । যুদ্ধে বাজানো হয় । [ঋ০ ৫।৭৫।৪ ]
  • তলব বা তবলা = যে বাজায় তাকে পাণিঘ্ন বলে । [যজু০ ৩০।২০ ]
  • সূর্মি = হারমোনিয়ামের মত ।[ কা০ সং০ ২১।৯, ঋ০ ৮।৬৯।১২ ]
  • কর্করী = বীণা বা বীন । যে বাজায় তাকে কর্করিক বলে [ অথর্ব০ ২০।১৩২।৩ ] 
  • গোধা = বীণা তুল্য [ ঋ০ ৮।৬৯।৯, অথর্ব০ ২০।৯২।৬ ] 
  • গর্গর = তানপুরা [ ঋ০ ৮।৬৯।৯ ] 
  • পিঙ্গা = ঢোলের মত । [ ঐ ] 
  • বেণু = বাঁশী বা মুরলী । [ ঋ০ ৮।৫৫।৩ ] 
  • মঞ্জিরা, করতাল ( cymbal) [ অথর্ব০ ৪।৩৭।৫, ঋ০ ১০।১৪৬।২, তা০ ব্রা০ ২।৫।৪ ] 


শ্রীমদ্ভগবদ্গীতায় [১।১৩] নিম্নলিখিত বাদ্যযন্ত্রের উল্লেখ রয়েছে -


ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ ।

সহসৈবাভ্যহন্যস্ত স শব্দস্তুমুলোহভবৎ।।

অনুবাদঃ তারপর শঙ্খ, ভেরী, পণব,আনক, ঢাক ও গোমুখ শিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল। 

অর্থাৎ - 

 শঙ্খ, ভেরী [ Bugles] , পণব [ Trumpets ], আনক [ Kettledrums ], গোমুখ [ বিশেষ প্রকার শিঙ্গা ] ।  


সামবেসে উপাসকের স্তোত্রগানের পদ্ধতির বর্ণনা হয়েছে নিম্নরূপে - 


॥ ঋষিঃ উচথ্য আঙ্গিরসঃ ॥ দেবতাঃ পবমানঃ সোমঃ ॥ ছন্দঃ গায়ত্রী ॥ স্বরঃ ষড্জ ॥

উত্তে শুষ্মাস ঈরতে সিন্ধোরূর্মেরিব স্বনঃ । 

বাণস্য চোদয়া পবিম্ ॥

সামবেদ ১২০৫ 

পদার্থঃ হে ভক্তিসাধক উপাসক ! (তে) তোমার (শুষ্মাসঃ) বলবান্ স্তোত্রসমূহ (উদীরতে) উত্থিত হচ্ছে । তার (সিন্ধোঃ ঊর্মেঃ ইব) সমুদ্র তরঙ্গের ন্যায় (স্বনঃ) গীত ধ্বনি । তুমি (বাণস্য) বীণাদণ্ডের (পবিম্) তন্ত্রীকে (চোদয়) প্রেরিত করো, অর্থাৎ বীণা-বাদনের মাধ্যমে প্রভু-ভক্তির স্তোত্রকে তরঙ্গিত করো । 

সরলার্থঃ হে ভক্তিসাধক উপাসক ! তোমার বলবান্ স্তোত্রসমূহ উত্থিত হচ্ছে । তাঁর সমুদ্র তরঙ্গের ন্যায় গীত ধ্বনি । তুমি বীণাদণ্ডের তন্ত্রীকে প্রেরিত করো, অর্থাৎ বীণা-বাদনের মাধ্যমে প্রভু-ভক্তির স্তোত্রকে তরঙ্গিত করো ।

শাখাভেদে মন্ত্রটির অবস্থান -

(কৌথুম) উত্তরার্চিকঃ » প্রপাঠক » 5; অর্ধ-প্রপাঠক » 1; দশতিঃ » ; সূক্ত » 5; মন্ত্র » 1 (রাণানীয়) উত্তরার্চিকঃ » অধ্যায় » 9; খণ্ড » 4; সূক্ত » 1; মন্ত্র » 1


অতএব বাদ্যযন্ত্র দ্বারা পরমাত্মার স্তুতি কীর্তন বেদ ও বৈদিক শাস্ত্র দ্বারা অনুমোদিত ।

 

বাংলাদেশ অগ্নিবীর 

সত্য প্রকাশে নির্ভীক সৈনিক 


Post a Comment

0Comments
Post a Comment (0)