সজ্জন ছেলের সজ্জন মেয়েকেই বিয়ে করা উচিত যাতে উত্তম সন্তান এবং ঐশ্বর্য নিত্যবৃদ্ধি প্রাপ্ত হয় । পত্নী সম্বন্ধ দ্বারা উৎপন্ন দুঃখের ন্যায় এই সংসারে অন্য কোন বড় কষ্ট নেই । এইজন্য পুরুষের পরীক্ষা করে উত্তম লক্ষণ যুক্ত নারীর সাথে বিবাহ করা উচিত আর নারীর হৃদয়ে প্রিয় এবং প্রশংসনীয় রূপ তথা গুণযুক্ত পুরুষকেই গ্রহণ করা উচিত।
- ঋগ্বেদ ১।১১৩।১৯ ভাবার্থ
সব বিষয়ে জিজ্ঞাসা করে হৃদয়ে প্রিয় পতিকে কন্যার স্বীকার করা উচিত ।
- ঋগ্বেদ ৬।২২।৫ ভাবার্থ
ব্রহ্মচর্য যুক্ত এবং বিবাহে ইচ্ছুক যুবতী কন্যা এবং যুবক পরস্পরে সম্পদের উন্নতি পরীক্ষা করে বিবাহ করবে । নাহলে ধনের অভাবে দুঃখ বৃদ্ধি লাভ করবে । এভাবে বিবাহ করে একে অপরকে আহ্লাদিত করার মাধ্যমে প্রতিদিন ঐশ্বর্য বৃদ্ধি করবে ।
- যজুর্বেদ ৮।১১ ভাবার্থ
হে বিদ্বান ! হে বিদুষী ! তুমি আমাদের উত্তম পতি, উত্তম পত্নী ও শ্রেষ্ঠ ধন প্রাপ্ত করিয়ে উত্তম শিক্ষা দ্বারা ধর্মাচরণকে লাভ করাও ।
- ঋগ্বেদ ৬।৫৩।২ ভাবার্থ
বাংলাদেশ অগ্নিবীর
No comments:
Post a Comment