দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







গৃহস্থাশ্রমের মহিমা

সত্যান্বেষী
0

 


 ১. মানবদের পূর্ণরূপে ব্রহ্মচর্য আশ্রমের পালন করে যুবাবস্থায় স্বয়ম্বর বিধি দ্বারা নিজের সমতুল্য স্বভাব, বিদ্যা, রূপ এবং বলশালী তথা সুপরীক্ষাকৃত নারীকে বিবাহ করে শরীর এবং আত্মার বল উৎপন্ন করে এবং সন্তানের জন্ম দিয়ে সকল সাধনায় উত্তম ব্যবহার দ্বারা স্থির থাকা উচিত । কারোই গৃহাশ্রম পালন করতে ভীত হওয়া উচিত নয় এবং ভয়ে কেঁপে উঠাও উচিত নয়। কারণ সকল সদ্ব্যবহার এবং সকল আশ্রমের মূল কারণ গৃহাশ্রম । অতঃপর উত্তম ভাবে এর পালন করা উচিত। এটি ছাড়া মানবের বৃদ্ধি এবং রাজ্যের সিদ্ধি হয় না ।



[যজু০ ৩।৪১ ভাবার্থ ]

২. এই সংসারে মানবজন্ম লাভ করে স্ত্রী এবং পুরুষ ব্রহ্মচর্য, উত্তম বিদ্যা, শুভ গুণ এবং পরাক্রমযুক্ত হয়ে বিবাহ করবে । বিবাহের মর্যাদা দ্বারাই সন্তানের উৎপত্তি এবং রতিক্রীড়া লভ্য সুখের উপভোগ পেয়ে সদা আনন্দিত থাকে । বিবাহ ছাড়া পুরুষ স্ত্রীকে এবং স্ত্রী পুরুষকে মন থেকেও যেন না চায়। কারণ স্ত্রী ও পুরুষের সম্বন্ধ দ্বারাই মানবের বৃদ্ধি হয়, এইজন্য গৃহাশ্রম পালন করবে ।

[যজু০ ৮।১০ ভাবার্থ ]

৩. গৃহাশ্রমের অধীনই সব আশ্রম । এ আশ্রম বেদোক্ত সদ্ব্যবহারের আচরণ করার মাধ্যমে সাংসারিক সুখ এবং মোক্ষ সুখ লাভের মাধ্যম হয়ে থাকে , এজন্য অবশ্যই পরমৈশ্বর্য প্রাপ্তির জন্য গৃহস্থাশ্রমের পালন করা উচিত।

[যজু০ ৮।৩৩ ভাবার্থ ]

৪. যে ব্রাহ্মণ সর্বজনীন সুখের জন্য বিদ্যা এবং সুশিক্ষা দান করে , যে ক্ষত্রিয় ন্যায় আচরণের দ্বারা অভয় প্রদান করে , যে বৈশ্য ধর্মপূর্বক উপার্জিত ধনের দান করে এবং যে শূদ্র সেবা প্রদান করে তারা পূর্ণ আয়ু লাভ করে ইহলোক এবং পরলোকে নিরন্তর আনন্দ ভোগ করে।
[ ঋ০ ১।১২৫।৬ ভাবার্থ ]

৫. যে গৃহস্থাশ্রমে ধার্মিক বিদ্বান এবং প্রশংসিত স্ত্রী থাকেন সেখানে দুষ্ট ব্যসন উৎপন্ন হয় না । যদি সকল দিকেই প্রশংসনীয় প্রজা থাকে তবে রাজার কাছে অন্যদের চাইতে অধিক ঐশ্বর্য থাকবে ।
[ যজু০ ১৭।৫৪ ভাবার্থ ]

সন্দর্ভঃ
১। ঋগ্বেদ - মহর্ষি দয়ানন্দ সরস্বতী
২। যজুর্বেদ - মহর্ষি দয়ানন্দ সরস্বতী
৩। যজুর্বেদ ভাষ্যভাস্কর - আচার্য সুদর্শনদেব
৪। দয়ানন্দ বেদভাষ্য ভাবার্থ-প্রকাশঃ [ পূর্বখণ্ড ] - শ্রী সত্যানন্দ বেদবাগীশ



© বাংলাদেশ অগ্নিবীর

Post a Comment

0Comments
Post a Comment (0)