সংস্কৃতে অনভিজ্ঞ ম্লেচ্ছ ও পাণ্ডিত্যাভিমানী স্বঘোষিত শাস্ত্ররক্ষকদের উৎকট কোলাহলের অধুনা প্রসবিত তত্ত্ব শ্রীমদ্ভগবদ্গীতায় শ্লোক সংখ্যা মোটেও ৭০০ নয় বরং ৭৪৫টি । এইজন্য শ্রীমদ্ভগবদ্গীতা অপ্রামাণিক ।
প্রকৃতপক্ষে শাস্ত্রীয় গ্রন্থ বিচার করার অক্ষমতার চূড়ান্ত নিদর্শনস্বরূপ এহেন উক্তি প্রদান করা সম্ভব । শ্রীমদ্ভগবদ্গীতা মহাভারতের ভীষ্মপর্বের ২৪ থেকে ৪২ অধ্যায় । অর্থাৎ মহাভারতের ভীষ্মপর্বের ৪২ তম অধ্যায়টিই শ্রীমদ্ভগবদ্গীতার মোক্ষযোগ নামের ১৮তম অধ্যায় । এই অধ্যায়ের যে শ্লোকটি দিয়ে তারা ৭৪৫ শ্লোকী শ্রীমদ্ভগবদ্গীতা প্রমাণ করতে ইচ্ছুক তা নিম্নরূপ -
ষট্শতানি সবিংশানি শ্লোকানাং প্ৰাহ কেশবঃ ৷
অর্জ্জুনঃ সপ্তপঞ্চাশৎ সপ্তষষ্টিং তু সঞ্জয়ঃ ৷
ধৃতরাষ্ট্রঃ শ্লোকমেকং গীতায়া মানমুচ্যতে ॥
[ মহাভারত ভীষ্মপর্ব অধ্যায় ৪৩, কতিপয় পুস্তকে শ্লোক ১-৫ ]
অর্থাৎ গীতায় কেশবের ৬২০, অর্জুনের ৫৭, সঞ্জয়ের ৬৭ এবং ধৃতরাষ্ট্রের ১ [ সব মিলিয়ে ৭৪৫ ] শ্লোক আছে ।
- এবার কিছু পর্যালোচনা করা যাক -
১। মহাভারতের দক্ষিণভারতীয় পুঁথি ও দাক্ষিণাত্য পাঠ অনুযায়ী করা পণ্ডিতপ্রবর শ্রী কালীপ্রসন্ন সিংহের অনুবাদে ৪২তম অধ্যায়ে অর্থাৎ মোক্ষযোগের শেষে এই অংশটি দৃষ্ট হয় । একই ধারায় শ্রী কিশোরীমোহন গাঙ্গুলির ইংরেজি ভাষায় মহাভারত অনুবাদেও এই শ্লোকের অনুবাদ পাওয়া যায় । কিন্তু গীতাপ্রেসে এই শ্লোক ৪৩তম অধ্যায়ের শুরুতে অবস্থিত ।
২। মহাভারতের প্রাচীন পাঠসংশোধক সংস্থান পাণ্ডুলিপির উপর ভিত্তি করে বরোদা ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট [ বোরি ] যে ক্রিটিক্যাল এডিশন তৈরি করেছে তাতে এই শ্লোক মূল পাঠে অনুপস্থিত ও টীকায় উল্লেখিত । অর্থাৎ তারা এটিকে প্রামাণিক বলে স্বীকার করেনি ।
৩। শ্রী হরিদাস সিদ্ধান্তবাগীশ ভট্টাচার্য স্বীয় ' মহাভারতম্ ' এর ১০ম খণ্ডের ৬৫৪ পৃষ্ঠায় ৪২ তম অধ্যায়ে শ্রীমদ্ভগবদ্গীতা সমাপ্ত । ৪৩তম অধ্যায়ের শুরুতে টীকায় তিনি বলেছেন -
“ ইমে পঞ্চশ্লোকাঃ বা নি রা অধিকাঃ (প্রক্ষিপ্তাঃ) , শঙ্করশ্রীধরাভ্যাং গীতায়াং সপ্তশত শ্লোকমাত্রোল্লেখাৎ অত্র তু তদধিকগণনাৎ.. ”
উক্ত শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক সংক্রান্ত যে ৫টি শ্লোক দেখা যায় এই অধ্যায়ের [৪৩তম] তা প্রক্ষিপ্ত । কেননা শঙ্কর ও শ্রীধর অনুযায়ী গীতা ৭০০ শ্লোকেরই উল্লেখ আছে । সেখানে এই শ্লোকগুলো [৫টি ] অধিক ।
৪। গীতাপ্রেস প্রকাশিত মহাভারতের ৩য় খণ্ডের ২৮১২ পৃষ্ঠায় শ্রীমদ্ভগবদ্গীতার ১৮তম তথা ভীষ্মপর্বের ৪২ তম অধ্যায় সমাপ্ত হয়েছে । ৪৩ তম অধ্যায়ের শুরুতে এই ৫টি শ্লোক পাওয়া গেলেও সম্পাদক বলেছেন - “ উপর্যুক্ত পাঁচ শ্লোক কিছু প্রতিলিপিতে নেই এবং কিছু প্রতিলিপিতে আছে ” ।
অর্থাৎ গীতাপ্রেসও এই পঞ্চশ্লোক নিয়ে সন্দিগ্ধতা প্রকাশ করেছে ।
৫। শ্রীমদ্ভগবদ্গীতার যত ভাষ্য দৃষ্ট হয় তা ৭০০ শ্লোকের উপর ভিত্তি করেই করা । কোনভাষ্যকারই ৭৪৫ শ্লোক উল্লেখ করেননি । অনেকেই পাশাপাশি শ্রীমদ্ভগবদ্গীতার ১৩।১ শ্লোককেও অপ্রামাণিক বিচার করে বলেন এই শ্লোক ব্যতীত শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক ৬৯৯। কেবলমাত্র একটি ঐতিহাসিক প্রমাণই যথেষ্ট এই ভ্রান্তি নিরাময়ে ।
শ্রী শঙ্করাচার্য শ্রীমদ্ভগবদ্গীতার উপলব্ধতম ভাষ্যবিচারে সর্বপ্রাচীন । তিনি স্বীয় গীতাভাষ্যের উপক্রমণিকায় বলেছেন -
“.. বেদব্যাসঃ সর্বজ্ঞো ভগবান্ গীতাখ্যৈঃ সপ্তভিঃ শ্লোকশতৈ উপনিবন্ধ । ”
৬। মহাভারতের টীকাকার নীলকণ্ঠও এই ৫ শ্লোক " গৌড়েঃ ন পঠ্যন্তে " লিখে গৌড়ীয় সংস্করণে এর অস্তিত্বহীনতা প্রদর্শন করেছেন ।
- পাশাপাশি যবদ্বীপে শ্রীমদ্ভগবদ্গীতার সংস্করণ বিষয়ে এই প্রবন্ধটি দ্রষ্টব্য - https://www.agniveerbangla.org/2022/09/blog-post_16.html
এতে প্রমাণ হয় যেন ৭০ শ্লোকী বা তথাকথিত প্রাচীন গীতা একটি ভ্রান্ত তত্ত্বের বহিঃপ্রকাশ মাত্র ।
- এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলেও বিদ্যমান - https://www.youtube.com/watch?v=2qv-M9LCo-c
- শ্রীমদ্ভগবদ্গীতার ইতিহাস - https://www.agniveerbangla.org/2021/08/blog-post_17.html
আরো কিছু গবেষকদের মতামত এখানে তুলে ধরা হলো -
Indologist Bhattacharya "Original Bhagavadgita Complete with 745 Verses" page 21-22 -
The message conveyed by Bhagavadgita is authentic and not very much different from original version with 745 verses except that the later has missing verses and there are some minor alterations in words here and there.
Dr Pusalker "Studies in Epics and Puranas", page 144 -
It is indeed curios how the Bhagavad-Gita presents such a relatively fixed consistent text without any noteworthy variation for the last 1200 years. The current text contains 700 stanzas, there being to other texts with 714 and 745 stanzas. The additional stanzas affect no material addition; nor do they create any difference in the teaching or add any new topic or argument.
Scholar Upadhyaya "1998" page 10-122 -
Variant manuscripts of the Gita have been found on Indian subcontinent. Unlike enormous variations in remaining sections of surviving Mahabharata manuscripts, the Gita manuscripts show only minor variations and meaning is the same.
Robert N Minor "Bhagavadgita : An Exegetical Commentary", 1982 -
The current text of Bhagavad Gita is well preserved with relatively few variant readings and none quite serious. This is remarkable in light of numerous variants for the remainder of the Mahabharata, some of which are serious. Secondary insertions are found in individual manuscripts of Gita but they are clearly secondary. The number of Stanzas in Gita is 700, a number conformed by Shankara and possibly deliberatly chosen to prevent interpolations.
TMP Mahadevan "Original Bhagavad Gita" -
Unless clear and unmistakable evidences are forthcoming, there is no justification for regarding any verse of Gita as interpolation.
SC Roy"The Bhagavadgita and Modern Scholarship", 1941 -
The text of the Gita has remained substantially unaltered in spite of numberless interpolations that have taken place in other portions of Mahabharata and hence theory of Interpolation in Gita is without any foundation.
Lin Yutang[1964], page 45-46 -
Any attempt by Western critics to separate serval strands of belief from one another in the song and restore the original text is bound to be foolish and ridiculous. Certain scholars have attempted foolish task of determining Gita's original composition.
- মহর্ষি দয়ানন্দ সরস্বতী ও শ্রীমদ্ভগবদ্গীতা = https://arsa-parampara.blogspot.com/2022/12/rishidayanandagita.html?m=1
সুতরাং প্রমাণ হলো যে ৭০০ শ্লোক, শ্রীমদ্ভগবদ্গীতার ১৩।১ সকলই প্রামাণিক । ৭৪৫ শ্লোক অভিধায়ক শ্লোক পঞ্চক প্রক্ষিপ্ত । সম্পূর্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় ধৃতরাষ্ট্র ১টি, সঞ্জয় ৪০টি, অর্জুন ৮৫টি ও শ্রীভগবান ৫৭৪টি অর্থাৎ মোট ৭০০টি শ্লোক ও ৯৫৮০টি শব্দেই শ্রীমদ্ভগবদ্গীতা পরিপূর্ণ ও প্রামাণ্য ।
বাংলাদেশ অগ্নিবীর