দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







শিব কে ? শঙ্কর কে ?

সত্যান্বেষী
0

 


🔸শিব কে? 
 
শিব অর্থ কল্যাণকর বা মঙ্গলময় । সেই এক, অনন্ত, নিরাকার, সর্বব্যাপী পরমেশ্বর কল্যাণস্বরূপ অর্থাৎ তিনি নিখিল ব্রহ্মাণ্ডের কল্যাণকর্তা হওয়ায় পবিত্র বেদে তার একটি নাম হলো শিব। বেদে উল্লেখিত পরমেশ্বরের শঙ্কর নামটিরও একই অর্থ।
 
এভাবে পরমেশ্বর মহান দেবগণেরও দেব অর্থাৎ সমস্ত মহান বিদ্বানদেরও বিদ্বান, সমস্ত সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি দেবতাদেরও প্রকাশকর্তা পরমদেব হওয়ায় বেদে তার একটি নাম মহাদেব।
পরমেশ্বর দুষ্কর্মকারীদের রোদন করান বলে বেদে তার একটি নাম রুদ্র। 
 
★सोर्य॒मा स वरु॑णः॒ स रु॒द्रः स म॑हादे॒वः।।
সোর্যমা স বরুণঃ স রুদ্রঃ স মহাদেবঃ।।
[অথর্ববেদ ১৩|৪|৪]
(সঃ) তিনি (অর্যমা) সর্বশ্রেষ্ঠ প্রভু, (সঃ) তিনি (বরুণঃ) সকলের কাছে বরণীয়, (সঃ) তিনি (রুদ্র) পাপীদের বিনাশকর্তা রুদ্র, (সঃ) তিনি (মহাদেবঃ) মহান দেবগণেরও দেব মহাদেব। 
 
★नमः॑ शम्भ॒वाय॑ च मयोभ॒वाय॑ च॒ नमः॑ शङ्क॒राय॑ च मयस्क॒राय॑ च॒ नमः॑ शि॒वाय॑ च शि॒वत॑राय च॥
নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ॥
[যজুর্বেদ ১৬|৪১]
(শম্ভবায় চ) আনন্দস্বরূপ ও (ময়োভবায় চ) সুখস্বরূপ পরমেশ্বরকে (নমঃ) নমস্কার। (শঙ্করায় চ) কল্যাণকর্তা ও (ময়স্করায় চ) সুখদাতা পরমেশ্বরকে (নমঃ) নমস্কার। (নমঃ শিবায় চ) মঙ্গলময় পরমেশ্বরকে নমস্কার, (শিবতরায় চ) কল্যাণময় পরমেশ্বরকে নমস্কার।

Post a Comment

0Comments
Post a Comment (0)