
শিব অর্থ কল্যাণকর বা মঙ্গলময় । সেই এক, অনন্ত, নিরাকার, সর্বব্যাপী পরমেশ্বর কল্যাণস্বরূপ অর্থাৎ তিনি নিখিল ব্রহ্মাণ্ডের কল্যাণকর্তা হওয়ায় পবিত্র বেদে তার একটি নাম হলো শিব। বেদে উল্লেখিত পরমেশ্বরের শঙ্কর নামটিরও একই অর্থ।
এভাবে পরমেশ্বর মহান দেবগণেরও দেব অর্থাৎ সমস্ত মহান বিদ্বানদেরও বিদ্বান, সমস্ত সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি দেবতাদেরও প্রকাশকর্তা পরমদেব হওয়ায় বেদে তার একটি নাম মহাদেব।
পরমেশ্বর দুষ্কর্মকারীদের রোদন করান বলে বেদে তার একটি নাম রুদ্র।
★सोर्य॒मा स वरु॑णः॒ स रु॒द्रः स म॑हादे॒वः।।
সোর্যমা স বরুণঃ স রুদ্রঃ স মহাদেবঃ।।
[অথর্ববেদ ১৩|৪|৪]
(সঃ) তিনি (অর্যমা) সর্বশ্রেষ্ঠ প্রভু, (সঃ) তিনি (বরুণঃ) সকলের কাছে বরণীয়, (সঃ) তিনি (রুদ্র) পাপীদের বিনাশকর্তা রুদ্র, (সঃ) তিনি (মহাদেবঃ) মহান দেবগণেরও দেব মহাদেব।
★नमः॑ शम्भ॒वाय॑ च मयोभ॒वाय॑ च॒ नमः॑ शङ्क॒राय॑ च मयस्क॒राय॑ च॒ नमः॑ शि॒वाय॑ च शि॒वत॑राय च॥
নমঃ শম্ভবায় চ ময়োভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ॥
[যজুর্বেদ ১৬|৪১]
(শম্ভবায় চ) আনন্দস্বরূপ ও (ময়োভবায় চ) সুখস্বরূপ পরমেশ্বরকে (নমঃ) নমস্কার। (শঙ্করায় চ) কল্যাণকর্তা ও (ময়স্করায় চ) সুখদাতা পরমেশ্বরকে (নমঃ) নমস্কার। (নমঃ শিবায় চ) মঙ্গলময় পরমেশ্বরকে নমস্কার, (শিবতরায় চ) কল্যাণময় পরমেশ্বরকে নমস্কার।