দৈনিক বেদবাণী


এই সমগ্র সংসার নিরোগ এবং শুভচিন্তা যুক্ত হোক । যজুর্বেদ ১৬.৪                    সূর্য-এর আলোয় স্বয়ং আলোহীন চাঁদ আলোকিত হয় । ঋগ্বেদ ৫.৪০.৫                    প্রশংসনীয় সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মাতৃভূমি— এই ত্রয়ী সুখ-সমৃদ্ধি প্রদান করে। ঋগ্বেদ ১.১৩.৯                    উত্তম জীবন লাভের জন্য আমাদের জ্ঞানীদের সাহচর্যে চলা উচিৎ। ঋগ্বেদ ১.১২.১৬                    যে ব্যক্তি সম্পদ বা সুখ বা জ্ঞান নিঃস্বার্থভাবে দান করে, সে-ই প্রকৃত মিত্র। ঋগ্বেদ ২.৩০.৭                    মানুষ কর্ম দ্বারাই জগতে মহত্ত্ব ও প্রসিদ্ধি লাভ করে। ঋগ্বেদ ৩.৩৬.১                    হে পতি! তোমার স্ত্রীই গৃহ, স্ত্রীই সন্তানের আশ্রয়। ঋগ্বেদ ৩.৫৩.৪                    পরমাত্মার নিয়ম বিনষ্ট হয় না; তা অটুট, অচল ও অপরিবর্তনীয়। ঋগ্বেদ ৩.৫৪.১৮                    এই ধর্মের মার্গই সনাতন, এই পথে চলেই মানবগণ উন্নতি লাভ করে। ঋগ্বেদ ৪.১৮.১                    পরমাত্মার নিকট কোনো মানুষই বড় বা ছোট নয়। সকল মানুষই সমান এবং পরস্পরের ভ্রাতৃস্বরূপ। ঋগ্বেদ ৫.৬০.৫                    যে ব্যক্তি অকারণে অন্যের নিন্দা করে, সে নিজেও নিন্দার পাত্র হয়। ঋগ্বেদ ৫.২.৬                    নিশ্চিতরূপে এই চতুর্বেদ কল্যাণপ্রদায়িনী এবং মানবকে জ্ঞান প্রদান করে ধারণকারিণী। ঋগ্বেদ ৫.৪৭.৪                    বীর মানবের জন্য পর্বতও সুগম হয়ে যায়। ঋগ্বেদ ৬.২৪.৮                    আমরা অন্যের সঞ্চিত পাপের কর্মফল ভোগ করি না। ঋগ্বেদ ৬.৫১.৭                    হে মিত্রগণ! ওঠো— উদ্যমী হও, সাবধান হও এবং এই সংসাররূপী নদীকে অতিক্রম করো। ঋগ্বেদ ১০.৫৩.৮







সনাতন ধর্মে বউদির মর্যাদা - বৈদিক শাস্ত্রের আলোকে

সত্যান্বেষী
0

  • সনাতন ধর্মে বউদির মর্যাদা - বৈদিক শাস্ত্রের আলোকে
সনাতন ধর্মে বউদিকে মায়ের মতো সম্মান দেওয়া হয়েছে। ভগবান মনু তাঁর মনুস্মৃতিতে বলেছেন,
 
ভ্রাতুর্জ্যেষ্ঠস্য ভার্যা যা গুরুপত্ন্যনুজস্য সা ।
যবীয়সস্তু যা ভার্যা স্নুষা জ্যেষ্ঠস্য সা স্মৃতা॥
মনুস্মৃতি ৯।৫৭
অর্থাৎ, বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের কাছে [অর্থাৎ দেবরের কাছে] গুরুপত্নীর মতো পূজনীয়া, আর ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের কাছে [ অর্থাৎ ভাসুরের কাছে ] পুত্রবধূর মতো সম্মাননীয়া। 
 
 

 
তাই আসুন, সনাতন ধর্মের প্রচার ও প্রসার করি । পারিবারিক দৃঢ় বন্ধন বজায় রাখি । কামনাযুক্ত তত্ত্ব প্রচারকারী গোষ্ঠী থেকে পারিবারিক বন্ধন বিষয়ে উপদেশ গ্রহণ থেকে বিরত থেকে সত্য সনাতন ধর্মের পথে চলি । 

© বাংলাদেশ অগ্নিবীর

Post a Comment

0Comments
Post a Comment (0)