- সনাতন ধর্মে বউদির মর্যাদা - বৈদিক শাস্ত্রের আলোকে
ভ্রাতুর্জ্যেষ্ঠস্য ভার্যা যা গুরুপত্ন্যনুজস্য সা ।
যবীয়সস্তু যা ভার্যা স্নুষা জ্যেষ্ঠস্য সা স্মৃতা॥
মনুস্মৃতি ৯।৫৭
অর্থাৎ, বড় ভাইয়ের স্ত্রী ছোট ভাইয়ের কাছে [অর্থাৎ দেবরের কাছে] গুরুপত্নীর মতো পূজনীয়া, আর ছোট ভাইয়ের স্ত্রী বড় ভাইয়ের কাছে [ অর্থাৎ ভাসুরের কাছে ] পুত্রবধূর মতো সম্মাননীয়া।
তাই আসুন, সনাতন ধর্মের প্রচার ও প্রসার করি । পারিবারিক দৃঢ় বন্ধন বজায় রাখি । কামনাযুক্ত তত্ত্ব প্রচারকারী গোষ্ঠী থেকে পারিবারিক বন্ধন বিষয়ে উপদেশ গ্রহণ থেকে বিরত থেকে সত্য সনাতন ধর্মের পথে চলি ।
© বাংলাদেশ অগ্নিবীর