✅শ্রীরামচন্দ্রকে কেন 'মর্যাদা পুরুষোত্তম' বলা হয় ❓
আনৃশংস্যমনুক্রোশঃ শ্রুতং শীলং দমঃ শমঃ।
রাঘবং শোভয়ন্ত্যেতে ষড্গুণাঃ পুরুষোত্তমম্॥
বাল্মীকি রামায়ণ [CE] ৩০।১২
অর্থাৎ, অহিংসা, দয়া, শাস্ত্রজ্ঞান, সুশীলতা, ইন্দ্রিয়সংযম, শান্তিভাব -
পাশাপাশি ঋগ্বেদ ১০.৫.৬ তথা নিরুক্ত ৬।২৭-তে উল্লেখিত অমদ্যপায়ী, অব্যভিচারী ইত্যাদি ৭ মর্যাদা পালন করা, একপত্নীব্রত, যাজ্ঞিক কর্মনিষ্ঠ হওয়ার কারণে তিনি মর্যাদার পালক। সর্বোপরি তিনি সর্বমর্যাদার পালক ও সকল পুরুষ=জীবের মধ্যে উত্তম হওয়ায় 'মর্যাদা পুরুষোত্তম' উপাধিতে বিখ্যাত।
©️ বাংলাদেশ অগ্নিবীর, রাজশাহী শাখা